লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে মাঝপথে ছন্দ হারিয়ে সমালোচিত হয়েছিল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে ক্লাবটিতে যোগ দেওয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপেও ছন্দ খুঁজে পেতে বেগ পাচ্ছিলেন। ভিনিসিয়ুস ও বেলিংহামরা নিজের ছায়া হয়ে থাকায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়েছিল। তবুও সুসময়ের অপেক্ষায় ছিল ক্লাবটি। মাদ্রিদ শিবিরে ফের সেই চেনা ছন্দ ফিরেছে।
এমমাপেও ফিরেছেন পুরোনো রূপে, নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। ফরাসি তারকার ফর্মে ফেরার রাতে ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে লস বাঙ্কোসরা। এমন দাপুটে জয়ের পর এমবাপের প্রশংসা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, আত্মসমালোচনার কারণেই মাঠে নৈপুণ্য ছড়াতে পারছেন ফরাসি অধিনায়ক।
স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি এমবাপে। মানিয়ে নিতে সময় নিয়েছেন। এসময় দলও ভুগেছে বেশ। লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ কোথাও স্বরূপে ছিল না গ্যালাকটিকোসরা। ওই সময়টায় সপ্তাহের ব্যবধানে জোড়া পেনাল্টি মিস করে সমর্থকদের কাঠগড়ায়ও ছিলেন এমবাপে। ফরাসি ফরোয়ার্ড নিজেও আত্মসমালোচনায় মজেছিলেন। যার ফলও পেতে দেরি হয়নি। রিয়ালের রাজসিক ছুটে চলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাবেক পিএসজি তারকা। সবশেষ আট ম্যাচের ছয়টিতেই ক্লাবের হয়ে পেয়েছেন গোলের দেখা।
এমবাপের এমন সাফল্যের পর কোচ আনচেলত্তি বলেছেন, ‘এসি মিলানের বিরুদ্ধে হারের পর আমরা ড্রেসিং রুমে খুব পরিষ্কারভাবে কথা বলে বিষয়গুলো সাজিয়েছিলাম। আত্মসমালোচনাই পরিষ্কার করে দিয়েছে যে আমাদের কী দুর্বলতা ছিল। আমরা আবার সেভাবেই কাজ করতে শুরু করেছি যা আমাদের করা উচিত ছিল। এমবাপেও আত্মসমালোচনামূলক হয়েছে এবং এ কারণেই সে এমন একটি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে যা জটিল হতে পারত।’ বিদায়ি বছরে রিয়ালের পারফরম্যান্স নিয়ে বেশ সন্তুষ্ট দলের কোচ, ‘গত মৌসুমটি দুর্দান্ত ছিল। একই জিনিস আবারও অর্জন করা সহজ নয়। আমরা (এই মৌসুমে) আরও বেশি সমস্যা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু সময়মতো পরিস্থিতি সামাল দিতে পেরেছিলাম এবং ২০২৫ সালেও আশা করছি ভালো কিছুর।’