নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মাদকাসক্ত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ৪ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল আলম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত হলেন- উপজেলার গন্ধবপুর হাজীবাড়ি এলাকার মৃত্যু আনোয়ার ইসলাম ছেলে সাবির আহমেদ (২১)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তরিকুল ইসলাম বলেন,এক মাদকাসক্ত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পরে বিকালে অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডাপ্রাপ্তকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।