ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দাম কমিয়েও বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট Logo পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছিরের মামলা চলতে বাধা নেই Logo সবজির বাজারে উত্তাপ, নাগালের বাইরে মাছ Logo মিরসরাইয়ের সড়কে ঝরল বাবা-মেয়ের প্রাণ, আহত ৪ Logo আদমজী বিহারী কলোনির অস্ত্রধারী ‘শীর্ষ সন্ত্রাসী’ নাদিম গ্রেপ্তার Logo সোনারগাঁয়ে ৩টি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিলো তিতাস কর্তৃপক্ষ Logo রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ Logo সিদ্ধিরগঞ্জে নতুন আইলপাড়া থেকে গৃহকর্মী হেলেনা নিখোঁজ, থানায় জিডি Logo বছরের পর বছর ধরে এই সমস্যা, রূপগঞ্জে এসিআই লবন কারখানাটি এলাকা বাসির বিষফোঁড়া Logo ফতুল্লার ডেভিল আওয়ামী দোষর বরিশাইল্লা টিপু এখনো অধরা

দাম কমিয়েও বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

এশিয়া কাপ ২০২৫–এর ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে আগ্রহ ছিল আকাশচুম্বী। তবে বাস্তবে তেমন সাড়া দেখা যাচ্ছে না। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার হতে যাওয়া ম্যাচের প্রায় অর্ধেক টিকিট এখনো বিক্রি হয়নি, জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দর্শকশূন্য গ্যালারি ঠেকাতে টিকিটের দাম কমাতে বাধ্য হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি)। সাধারণ টিকিটের দাম ৪৭৫ দিরহাম থেকে নামিয়ে করা হয়েছে ৩৫০ দিরহাম।

তবে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দাবি, টিকিট বিক্রিতে ধীরগতির খবর সঠিক নয়। বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘সবচেয়ে ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। টিকিট বিক্রি না হওয়ার যে দাবি করা হচ্ছে, তা সত্য নয়।’

এর আগেও এ বছর দুবাইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ম্যাচে। তখন মাত্র চার মিনিটে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তবে এবার ভিন্ন চিত্র। প্রায় ৫০ শতাংশ আসন খালি রয়ে গেছে। সাধারণ টিকিটের দাম ৯৯ ডলার থেকে শুরু হয়ে ভিআইপি আসনের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৪ ডলার পর্যন্ত।

প্রায় ১০ দিন আগে টিকিট বিক্রি শুরু হলেও গ্যালারির অর্ধেক আসন এখনো খালি। অনেকে মনে করছেন, আকাশছোঁয়া দাম ছাড়াও বয়কটের ডাক এর জন্য দায়ী। কারণ, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক অভিযানের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে।

ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংসহ অনেকে দাবি করেছেন, সম্পর্কের উন্নতি না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ রাখা উচিত। সেই প্রেক্ষাপটও হয়তো টিকিট বিক্রির আগ্রহ কমিয়ে দিয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

দাম কমিয়েও বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

দাম কমিয়েও বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

আপডেট সময় ০১:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ ২০২৫–এর ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে আগ্রহ ছিল আকাশচুম্বী। তবে বাস্তবে তেমন সাড়া দেখা যাচ্ছে না। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার হতে যাওয়া ম্যাচের প্রায় অর্ধেক টিকিট এখনো বিক্রি হয়নি, জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দর্শকশূন্য গ্যালারি ঠেকাতে টিকিটের দাম কমাতে বাধ্য হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি)। সাধারণ টিকিটের দাম ৪৭৫ দিরহাম থেকে নামিয়ে করা হয়েছে ৩৫০ দিরহাম।

তবে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দাবি, টিকিট বিক্রিতে ধীরগতির খবর সঠিক নয়। বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘সবচেয়ে ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। টিকিট বিক্রি না হওয়ার যে দাবি করা হচ্ছে, তা সত্য নয়।’

এর আগেও এ বছর দুবাইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ম্যাচে। তখন মাত্র চার মিনিটে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তবে এবার ভিন্ন চিত্র। প্রায় ৫০ শতাংশ আসন খালি রয়ে গেছে। সাধারণ টিকিটের দাম ৯৯ ডলার থেকে শুরু হয়ে ভিআইপি আসনের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৪ ডলার পর্যন্ত।

প্রায় ১০ দিন আগে টিকিট বিক্রি শুরু হলেও গ্যালারির অর্ধেক আসন এখনো খালি। অনেকে মনে করছেন, আকাশছোঁয়া দাম ছাড়াও বয়কটের ডাক এর জন্য দায়ী। কারণ, কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক অভিযানের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে।

ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংসহ অনেকে দাবি করেছেন, সম্পর্কের উন্নতি না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ বন্ধ রাখা উচিত। সেই প্রেক্ষাপটও হয়তো টিকিট বিক্রির আগ্রহ কমিয়ে দিয়েছে।