ঢাকা , বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী নাদিম এর চাপাতির আঘাতে মাহাবুবুর রহমান মোল্লা গুরুতর আহত Logo সরকারি রাস্তা কেটে দখল বহাল রাখতে : সন্ত্রাসী শাহ নিজামের সহচর স্বপন এখন বিএনপি নেতা হিরণের সেল্টারে বেপরোয়া Logo বন্দরে দু’ডাকাতকে নিয়ে সিএনজি চোর জাহিদের বক্তব্যে বিব্রত এলাকাবাসী Logo ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল Logo যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo ছাত্র না হয়েও কিভাবে ছাত্রদলের সভাপতি জুম্মান? Logo বন্দর থানা সেচ্ছাসেবক দলের উদ্যোগ ইফতার ও দোয়ার মাহফিল Logo সবুজ শিকদার আবারো সক্রিয় হয়ে মাঠে নামার পায়তারা করছে Logo চাঁদা না দেয়ায় ব্যবসায়ির স্ত্রীকে মারধর Logo নাঃগঞ্জ শহরের চারপাশে পানি সংকট, নোংরা ও দুর্গন্ধযুক্ত ; নাসিক কর্তৃপক্ষের নিরব ভূমিকা

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে প্রবাসীদের সরিয়ে আনবে বাংলাদেশ: দূতাবাস

লেবাননে প্রায় ১ লাখ বাংলাদেশি কাজ করছেন। তাদের প্রায় ৪০ শতাংশ নারী। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরে আসতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের সরিয়ে নেবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বৈরুতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা এখানকার সার্বিক পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। ইভাকুয়েশনের ব্যাপারে ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছে কত লোক দেশে ফিরতে পারেন, এরকম একটা তালিকা করার জন্য। আমরা এটা নিয়ে কাজ করছি।

কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ কখন শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সাধারণত দ্রুত ঘটে, এবং আমরা কোনো বিলম্ব করব না। তবে তিনি পরিবহন ব্যবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

ফার্স্ট সেক্রেটারি আরও জানান, লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতে শিয়া-অধ্যুষিত এলাকাগুলোতে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।

চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশ দূতাবাস ২৩ সেপ্টেম্বর কনস্যুলার এবং কল্যাণ সেবা বন্ধ ঘোষণা করেছে।

বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, লেবাননে অন্তত পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন— তিনজন দক্ষিণ লেবাননে ও দুজন বৈরুতে।

বাংলাদেশি অভিবাসীরা জানিয়েছেন, দক্ষিণ লেবানন থেকে— বিশেষ করে রফিক হারিরি মসজিদ এবং হামরা সানায়া পার্কের আশপাশ থেকে প্রায় ২০-২৫ হাজার বাংলাদেশি বৈরুতে চলে এসেছেন।

গত বছরের অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরুর পরও লেবানন এই সংঘাতের তেমন প্রভাব পড়েনি। তবে গত সপ্তাহ থেকে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েল বিমান হামলা শুরু করার পর দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য সরিয়ে নিতে সতর্কতা জারি করে। এরপর থেকে সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী নাদিম এর চাপাতির আঘাতে মাহাবুবুর রহমান মোল্লা গুরুতর আহত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে প্রবাসীদের সরিয়ে আনবে বাংলাদেশ: দূতাবাস

আপডেট সময় ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

লেবাননে প্রায় ১ লাখ বাংলাদেশি কাজ করছেন। তাদের প্রায় ৪০ শতাংশ নারী। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরে আসতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের সরিয়ে নেবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বৈরুতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা এখানকার সার্বিক পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। ইভাকুয়েশনের ব্যাপারে ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছে কত লোক দেশে ফিরতে পারেন, এরকম একটা তালিকা করার জন্য। আমরা এটা নিয়ে কাজ করছি।

কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ কখন শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সাধারণত দ্রুত ঘটে, এবং আমরা কোনো বিলম্ব করব না। তবে তিনি পরিবহন ব্যবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

ফার্স্ট সেক্রেটারি আরও জানান, লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতে শিয়া-অধ্যুষিত এলাকাগুলোতে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।

চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশ দূতাবাস ২৩ সেপ্টেম্বর কনস্যুলার এবং কল্যাণ সেবা বন্ধ ঘোষণা করেছে।

বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, লেবাননে অন্তত পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন— তিনজন দক্ষিণ লেবাননে ও দুজন বৈরুতে।

বাংলাদেশি অভিবাসীরা জানিয়েছেন, দক্ষিণ লেবানন থেকে— বিশেষ করে রফিক হারিরি মসজিদ এবং হামরা সানায়া পার্কের আশপাশ থেকে প্রায় ২০-২৫ হাজার বাংলাদেশি বৈরুতে চলে এসেছেন।

গত বছরের অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরুর পরও লেবানন এই সংঘাতের তেমন প্রভাব পড়েনি। তবে গত সপ্তাহ থেকে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েল বিমান হামলা শুরু করার পর দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য সরিয়ে নিতে সতর্কতা জারি করে। এরপর থেকে সংঘাত তীব্র আকার ধারণ করেছে।