ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অধ্যাপক আলিয়ার হোসেনের চাচাতো ভাই আলহাজ্ব মাজহার হোসেন মাজ্জুম ইন্তেকাল করেছেন Logo সকল প্রার্থীর চেয়ে গ্রহনযোগ্যতায় এগিয়ে: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে কান্ডারি হতে চান প্রফেসর আলিয়ার! Logo একপেশে লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত Logo মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন Logo নারায়ণগঞ্জে জনদাবিতে রূপ নিয়েছে মেট্রোরেল Logo সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৮ Logo আড়াইহাজারে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ফতুল্লায় গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা: রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে এক মাদকাসক্তের কারাদণ্ড Logo নারায়নগঞ্জ মহানগর বিএনপি নেতা আশার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ভিন্ন ঘরানার গল্প পছন্দ

জারিন জারা খান একাধারে মডেল, অভিনেত্রী, উপস্থাপক ও রেডিও জকি। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান

বর্তমানে ব্যস্ততা কী নিয়ে?

রেডিও প্রোগ্রাম ছাড়াও ঈদের কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে। বেশ কিছু ব্র্যান্ডের একের পর এক ফটোশুট করছি। এ ছাড়া সম্প্রতি প্রাণের একটি নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছি।

দীর্ঘদিন আপনাকে নাটকে দেখা যাচ্ছে না…

মডেলিংয়ে সময় দিলেও দীর্ঘদিন ধরে নাটক থেকে দূরে আছি। সর্বশেষ রেদওয়ানুল হক ফারদিনের পরিচালনায় প্রত্যয়ের সঙ্গে ‘মন গহীনে’ অভিনয় করেছিলাম। নাটকটি খুব সম্ভব ২০২৩ সালে প্রচার হয়েছিল। প্রস্তাব পেলেও ব্যস্ততার কারণে অভিনয় করা হচ্ছে না। আসছে ঈদের জন্যও একাধিক নাটকের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। তবে আশা করি কুরবানির ঈদের নাটকে দেখা যাবে। ছোট পর্দায় নিয়মিত হওয়ার ইচ্ছে আছে।

সিনেমা নিয়ে পরিকল্পনা আছে কি?

শাকিব খানের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছিল। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক সম্মতি না থাকার কারণে কাজটি করা হয়নি। ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় অভিনয় করব। অ্যাকশন কিংবা বাণিজ্যিক নির্ভর চলচ্চিত্রের বাইরে ভিন্ন ঘরানার গল্প আমার পছন্দ।

সৌন্দর্য, না অভিনয় কোনটির প্রতি দর্শকের আগ্রহ?

কথায় বলে ‘আগে দর্শনধারী তারপর গুণবিচারী’। এ জন্যই নায়ক-নায়িকারা দেখেতে সুন্দর থাকেন। একজন নায়িকা প্রাথমিকভাবে নির্বাচিত হন চেহারার গুণে। অভিনয় ভালো জানলেও একজন কুৎসিত নারীকে কোনো নির্মাতা অভিয়ের সুযোগ দেন না। তবে অভিনয় যোগ্যতার গুরুত্ব আছে।

কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

উপস্থাপনা, মডেলিং ও অভিনয় করলেও কথা বন্ধু অর্থাৎ রেডিও জকি পরিচয় দিতেই আমার ভালো লাগে। না দেখেও যার প্রতি শ্রোতাদের ভালোবাসা জন্মে।

কাউকে আইডল মনে করেন?

মডেলিংয়ে বুলবুল টুম্পা আপু ও অভিনয়ে নুসরাত ইমরোজ তিশাকে আমার খুব ভালো লাগে। টুম্পা আপুর কাছ থেকে সরাসরি আমি শিখেছি। আর তিশার অভিনয় আমাকে অনুপ্রাণিত করে বারবার।

রেডিও জকি কতটা চ্যালেঞ্জিং?

এই পেশাটি অনেকটা কঠিন বলেই আমি মনে করি। কথা বলার মাধ্যমে অসংখ্য শ্রোতাকে দীর্ঘ সময় ধরে রাখা অনেক বড় চ্যালেঞ্জ। স্ক্রিপ্ট ছাড়া অনবরত কথা বলতে হয়। শুদ্ধ উচ্চারণের পাশাপাশি বলার স্টাইল, অনেক বেশি জানাশোনা ও উপস্থিত বুদ্ধি থাকতে হবে। অপ্রাসঙ্গিক বিষয়ে একেবারেই বলা যাবে না। নিজেকে প্রাণোচ্ছল রাখা বাঞ্ছনীয়। না দেখেও শ্রোতাদের মনমানসিকতা অনুধাবন করতে হবে। কথা দিয়ে মানুষের মন ভালো করার অসাধারণ ক্ষমতা না থাকলে হবে না। রাত-দিনের পরিবেশ বুঝে শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকতে হয়। অনেকে গভীর রাতে গান না বাজিয়ে রেডিও শোনেন নিজের মনটাকে ভালো রাখেন। কথার মাধ্যমে তাদের আকৃষ্ট রাখতে হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক আলিয়ার হোসেনের চাচাতো ভাই আলহাজ্ব মাজহার হোসেন মাজ্জুম ইন্তেকাল করেছেন

ভিন্ন ঘরানার গল্প পছন্দ

আপডেট সময় ১১:১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

জারিন জারা খান একাধারে মডেল, অভিনেত্রী, উপস্থাপক ও রেডিও জকি। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান

বর্তমানে ব্যস্ততা কী নিয়ে?

রেডিও প্রোগ্রাম ছাড়াও ঈদের কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে। বেশ কিছু ব্র্যান্ডের একের পর এক ফটোশুট করছি। এ ছাড়া সম্প্রতি প্রাণের একটি নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছি।

দীর্ঘদিন আপনাকে নাটকে দেখা যাচ্ছে না…

মডেলিংয়ে সময় দিলেও দীর্ঘদিন ধরে নাটক থেকে দূরে আছি। সর্বশেষ রেদওয়ানুল হক ফারদিনের পরিচালনায় প্রত্যয়ের সঙ্গে ‘মন গহীনে’ অভিনয় করেছিলাম। নাটকটি খুব সম্ভব ২০২৩ সালে প্রচার হয়েছিল। প্রস্তাব পেলেও ব্যস্ততার কারণে অভিনয় করা হচ্ছে না। আসছে ঈদের জন্যও একাধিক নাটকের প্রস্তাব ফিরিয়ে দিতে হয়েছে। তবে আশা করি কুরবানির ঈদের নাটকে দেখা যাবে। ছোট পর্দায় নিয়মিত হওয়ার ইচ্ছে আছে।

সিনেমা নিয়ে পরিকল্পনা আছে কি?

শাকিব খানের সঙ্গে অভিনয় করার সুযোগ হয়েছিল। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক সম্মতি না থাকার কারণে কাজটি করা হয়নি। ভালো গল্প ও চরিত্র পেলে সিনেমায় অভিনয় করব। অ্যাকশন কিংবা বাণিজ্যিক নির্ভর চলচ্চিত্রের বাইরে ভিন্ন ঘরানার গল্প আমার পছন্দ।

সৌন্দর্য, না অভিনয় কোনটির প্রতি দর্শকের আগ্রহ?

কথায় বলে ‘আগে দর্শনধারী তারপর গুণবিচারী’। এ জন্যই নায়ক-নায়িকারা দেখেতে সুন্দর থাকেন। একজন নায়িকা প্রাথমিকভাবে নির্বাচিত হন চেহারার গুণে। অভিনয় ভালো জানলেও একজন কুৎসিত নারীকে কোনো নির্মাতা অভিয়ের সুযোগ দেন না। তবে অভিনয় যোগ্যতার গুরুত্ব আছে।

কোন পরিচয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

উপস্থাপনা, মডেলিং ও অভিনয় করলেও কথা বন্ধু অর্থাৎ রেডিও জকি পরিচয় দিতেই আমার ভালো লাগে। না দেখেও যার প্রতি শ্রোতাদের ভালোবাসা জন্মে।

কাউকে আইডল মনে করেন?

মডেলিংয়ে বুলবুল টুম্পা আপু ও অভিনয়ে নুসরাত ইমরোজ তিশাকে আমার খুব ভালো লাগে। টুম্পা আপুর কাছ থেকে সরাসরি আমি শিখেছি। আর তিশার অভিনয় আমাকে অনুপ্রাণিত করে বারবার।

রেডিও জকি কতটা চ্যালেঞ্জিং?

এই পেশাটি অনেকটা কঠিন বলেই আমি মনে করি। কথা বলার মাধ্যমে অসংখ্য শ্রোতাকে দীর্ঘ সময় ধরে রাখা অনেক বড় চ্যালেঞ্জ। স্ক্রিপ্ট ছাড়া অনবরত কথা বলতে হয়। শুদ্ধ উচ্চারণের পাশাপাশি বলার স্টাইল, অনেক বেশি জানাশোনা ও উপস্থিত বুদ্ধি থাকতে হবে। অপ্রাসঙ্গিক বিষয়ে একেবারেই বলা যাবে না। নিজেকে প্রাণোচ্ছল রাখা বাঞ্ছনীয়। না দেখেও শ্রোতাদের মনমানসিকতা অনুধাবন করতে হবে। কথা দিয়ে মানুষের মন ভালো করার অসাধারণ ক্ষমতা না থাকলে হবে না। রাত-দিনের পরিবেশ বুঝে শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকতে হয়। অনেকে গভীর রাতে গান না বাজিয়ে রেডিও শোনেন নিজের মনটাকে ভালো রাখেন। কথার মাধ্যমে তাদের আকৃষ্ট রাখতে হয়।