নারায়ণগঞ্জে আর দুদিন পরে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। রমজানে শহরে যানজট নিরসনে চলমান ড্রেন সংস্কার কাজ রমজান মাসে বন্ধ রাখার আহ্বান জানিয়েছে নগরবাসী
ঈদুল ফিতরকে কেন্দ্র করে রমজানের পুরোটা সময় কেনাকাটায় ব্যস্ত থাকেন ক্রেতারা। ফলে মার্কেট কেন্দ্রিক এলাকাগুলোয় বাড়ে সাধারণ মানুষের চলাচল। পাশাপাশি রমজানে সন্ধ্যার আগেই কাজ শেষ করে ঘরে ফিরে পরিবারের সঙ্গে ইফতার করতে চান কর্মজীবীরা। যার ফলে রাস্তায়ও যানবাহনের চাপ বাড়ে। তাই জনভোগান্তি এড়াতে রমজান মাসে নারায়ণগঞ্জের রাস্তায় নতুন করে খোঁড়াখুঁড়ি না করতে বিভিন্ন সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানিয়েছে জনসাধারণ।
নারায়ণগঞ্জে শহরের কালীরবাজার ও বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন পয়েন্টে চলছে ড্রেন ও সড়ক সংস্কারের কাজ। রমজান মাসেও এ কাজ চলমান থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটা হলে রমজানে তীব্র ভোগান্তিতে পড়তে হবে সাধারণ জনগণকে।
চলমান ড্রেন সংস্কার কাজের জন্য বিভিন্ন স্থানে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে এবং সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তায় যানজটের কারণে অনেকেই সঠিক সময়ে কর্মস্থল/হাসপাতাল/মার্কেটে পৌঁছাতে পারেন না। এ জনভোগান্তি হ্রাস করার লক্ষ্যে পবিত্র রমজান মাসে এসকল কাজ বন্ধ রাখার দাবী জানিয়েছে নগরবাসী।