ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রাণের বিদ্যাপীঠ সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় -৯৪: পাঠশালার সেই সোনালী দিনগুলো আর ফিরবে না, তবে স্মৃতির পাতায় চিরঅম্লান। Logo সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনি এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডিলার নাহিদের মাদক ব্যাবসা Logo ‘ডাবল টাইমিং’ অভিযোগে অবাক অহনা, প্রশ্ন তুললেন শামীমকে নিয়ে Logo প্লে-অফের আগে ব্যাঙ্গালুরু দলে বড় ধাক্কা, স্কোয়াডে রদবদল Logo ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ: শেহবাজ Logo দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ Logo রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ছিনতাই হওয়া ৬০ ড্রাম তেল উদ্ধার, গ্রেপ্তার ৩ Logo সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার Logo ফতুল্লার মুসলিমনগরে পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা, দূর্ভোগ চরমে Logo আড়াইহাজারে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন

জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার ছিলো না৷ : সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেল বলেছেন, গত পনের-ষোল বছর তো দেশের খুব খারাপ অবস্থা ছিলো। কোন পিপলস গভমেন্ট ছিলো না। জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার ছিল না। যারা ক্ষমতায় ছিল তাদের কাছে মানুষ বাঁচলো না মরলো সেটাত কোন তোয়াক্কা করত না তারা। মানুষ কি খেলো না খেলো, মরলো না বাঁচল তাতে তাদের কোন খেয়াল ছিল না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর এলাকার আলিফ জেনারেল হাসপাতাল আয়োজিত কিডনি সুরক্ষা মূলক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সোহেল।

সোহেল আরো বলেন, বিগত সরকারের কাছে মানুষের কোন প্রয়োজন ছিলো না। তবে আশা করছি সামনে জনগণের প্রতিনিধিত্বে একটি ভালো এবং পরিচ্ছন্ন নির্বাচন হবে। জনগণ ভোট দিতে কখনো ভুল করে না। জনগণ সঠিক ভোটটি দেয়। কয়দিন আগেও আমি বলেছি আমাদের দেশের মানুষ কখনো ভুল ভোট দেয় না। এসময় ভারতকে ইঙ্গিত করে সোহেল বলেন, সেদেশে ফিল্মে আজকে যারা ধেই ধেই করে নাচছে পরের দিন তারা পার্লামেন্টে গিয়ে নাচছে। তারা যদি এদেশে এসে ইলেকশন করে তবে কেউ তাদের ভোট দিবে না। মানুষ মনে করে তোমাকে কেন ভোট দেবো? তুমি সিনেমায় আছো তুমি সিনেমায় থাকো। আমাদের দেশের ফেরদৌসদের কথা বলবেন, যে তারা তো পার্লামেন্টে গেছে। এটাতো ভাই ভোট না। যাকে হাসিনা পছন্দ করেছে তাকেই পার্লামেন্টে নিয়ে গেছে।

প্রফেসর ডা. মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ডা. মো: ফরহাদ হাসান চৌধুরির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় আরো উপস্থি ছিলেন,ডা. মো: রফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো: জাহাঙ্গীর আলম, প্রফেসর ডা. মো: ফারুক আহম্মেদ, ডা. মো: এ.এফ.এম মশিউর রহমান, ডা. মো: রাশেদ আনোয়ার, ডা. মো: রেজাউল আলম।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

প্রাণের বিদ্যাপীঠ সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় -৯৪: পাঠশালার সেই সোনালী দিনগুলো আর ফিরবে না, তবে স্মৃতির পাতায় চিরঅম্লান।

জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার ছিলো না৷ : সোহেল

আপডেট সময় ১০:৫৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খাঁন সোহেল বলেছেন, গত পনের-ষোল বছর তো দেশের খুব খারাপ অবস্থা ছিলো। কোন পিপলস গভমেন্ট ছিলো না। জনগণের প্রতিনিধিত্বশীল কোন সরকার ছিল না। যারা ক্ষমতায় ছিল তাদের কাছে মানুষ বাঁচলো না মরলো সেটাত কোন তোয়াক্কা করত না তারা। মানুষ কি খেলো না খেলো, মরলো না বাঁচল তাতে তাদের কোন খেয়াল ছিল না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজীনগর এলাকার আলিফ জেনারেল হাসপাতাল আয়োজিত কিডনি সুরক্ষা মূলক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সোহেল।

সোহেল আরো বলেন, বিগত সরকারের কাছে মানুষের কোন প্রয়োজন ছিলো না। তবে আশা করছি সামনে জনগণের প্রতিনিধিত্বে একটি ভালো এবং পরিচ্ছন্ন নির্বাচন হবে। জনগণ ভোট দিতে কখনো ভুল করে না। জনগণ সঠিক ভোটটি দেয়। কয়দিন আগেও আমি বলেছি আমাদের দেশের মানুষ কখনো ভুল ভোট দেয় না। এসময় ভারতকে ইঙ্গিত করে সোহেল বলেন, সেদেশে ফিল্মে আজকে যারা ধেই ধেই করে নাচছে পরের দিন তারা পার্লামেন্টে গিয়ে নাচছে। তারা যদি এদেশে এসে ইলেকশন করে তবে কেউ তাদের ভোট দিবে না। মানুষ মনে করে তোমাকে কেন ভোট দেবো? তুমি সিনেমায় আছো তুমি সিনেমায় থাকো। আমাদের দেশের ফেরদৌসদের কথা বলবেন, যে তারা তো পার্লামেন্টে গেছে। এটাতো ভাই ভোট না। যাকে হাসিনা পছন্দ করেছে তাকেই পার্লামেন্টে নিয়ে গেছে।

প্রফেসর ডা. মো: নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ডা. মো: ফরহাদ হাসান চৌধুরির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় আরো উপস্থি ছিলেন,ডা. মো: রফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো: জাহাঙ্গীর আলম, প্রফেসর ডা. মো: ফারুক আহম্মেদ, ডা. মো: এ.এফ.এম মশিউর রহমান, ডা. মো: রাশেদ আনোয়ার, ডা. মো: রেজাউল আলম।