ঢাকা , সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল পাম্প বন্ধের ঘোষণা

সিলেটের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট চলছে বলে অভিযোগ উঠেছে। এতে অনির্দিষ্টকালের জন্য সিলেটে পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি। শনিবার (১৪ জানুয়ারি) বিকালে তারা এই ধর্মঘটের ডাক দেন।

অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মালিকানাধীন স্থানীয় পরিশোধনাগার বন্ধ থাকা, রেলের ওয়াগন সংকট ও শীত মৌসুমে চাহিদা বাড়ায় সিলেটে বেড়েছে জ্বালানি তেলের সংকট। এমনকি জ্বালানি তেল সংকট নিরসনে সিলেটের পরিশোধনাগারগুলো চালুর দাবিতে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করলেও নানা অজুহাতে বন্ধ রাখা হয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সিলেটের ব্যবসায়ীদের ভৈরব থেকে নিজ খরচে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে বাড়ছে পরিবহন ব্যয়।

সরবরাহ কম থাকায় বিভাগের সব পেট্রোল পাম্পগুলো কম তেল নিয়ে চলছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে ডিজেলের। ব্যবসায়ীদের দাবি, চাহিদার অর্ধেক ডিজেলও পাচ্ছেন না তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। তিনি দাবি করেন, দীর্ঘ দিন ধরে সিলেটে জ্বালানি তেলের সংকট চলছে। বার বার সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েও সমাধান হয়নি। তাই আগামী বুধবার( ১৮ জানুয়ারি) থেকে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকবে। রবিবার (২২ জানুয়ারি) থেকে সিলেটের সব পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সিলেটে অনির্দিষ্টকালের জন্য তেল পাম্প বন্ধের ঘোষণা

আপডেট সময় ০৩:৫৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

সিলেটের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট চলছে বলে অভিযোগ উঠেছে। এতে অনির্দিষ্টকালের জন্য সিলেটে পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি। শনিবার (১৪ জানুয়ারি) বিকালে তারা এই ধর্মঘটের ডাক দেন।

অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মালিকানাধীন স্থানীয় পরিশোধনাগার বন্ধ থাকা, রেলের ওয়াগন সংকট ও শীত মৌসুমে চাহিদা বাড়ায় সিলেটে বেড়েছে জ্বালানি তেলের সংকট। এমনকি জ্বালানি তেল সংকট নিরসনে সিলেটের পরিশোধনাগারগুলো চালুর দাবিতে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নানা কর্মসূচি পালন করলেও নানা অজুহাতে বন্ধ রাখা হয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সিলেটের ব্যবসায়ীদের ভৈরব থেকে নিজ খরচে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে বাড়ছে পরিবহন ব্যয়।

সরবরাহ কম থাকায় বিভাগের সব পেট্রোল পাম্পগুলো কম তেল নিয়ে চলছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে ডিজেলের। ব্যবসায়ীদের দাবি, চাহিদার অর্ধেক ডিজেলও পাচ্ছেন না তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী। তিনি দাবি করেন, দীর্ঘ দিন ধরে সিলেটে জ্বালানি তেলের সংকট চলছে। বার বার সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েও সমাধান হয়নি। তাই আগামী বুধবার( ১৮ জানুয়ারি) থেকে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকবে। রবিবার (২২ জানুয়ারি) থেকে সিলেটের সব পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।