ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে ভাড়া করা লোক দিয়ে শিল্পপতির বিরুদ্ধে মানববন্ধন

আল আমিন: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাপান-বাংলা গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বিরুদ্ধে ভাড়া করা লোকজন দিয়ে মানববন্ধন করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। ১৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ২টার দিকে জাপান-বাংলা প্রধান আড়াত দখলের জন্য এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে ওই সবজি আড়তের ৩জন ব্যবসায়ী অংশ নেয়। তারা দোকান ভাড়া না দেয়াসহ আড়তের মালিক সেলিম প্রধানকে বিতর্কিত করার জন্যই এই মানববন্ধনে আয়োজন করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান ওরফে বালু হাবিব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা কামরুল ইসলাম, মজিবুর রহমান, বালু হাবিবের ভাতিজা আউয়ুব, তৃণমূল বিএনপি নেতা আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মোমেন মিয়া, ফরিদ আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাপান-বাংলা প্রধান আড়ত আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ১০ বছরের জন্য ইজারা নেন। পরে তা মজিবুর রহমানের কাছে সাব ইজারা দেন। তাদের কাছ থেকে ব্যবসায়ীরা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। এখন জমির মালিক পুনরায় ভাড়া দিতে চান। আমরা একই দোকান বার বার ভাড়া নেবো না। বিষয়টি প্রশাসনের সহযোগিতার জন্যই মানববন্ধন করা হচ্ছে বলে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম জানান।
এদিকে জাপান-বাংলা প্রধান আড়তের মালিক সেলিম প্রধান জানান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ওরফে বালু হাবিব চক্রান্ত করে আমাকে প্রশাসনের সহযোগিতায় জেলহাজতে পাঠায়। এ সুযোগে আমার জমিতে জোরপূর্বক দোকানপাট নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয় এবং আমার স্বাক্ষর জাল করে একটি ভুয়া ইজারার নামে দলিল সম্পাদন করে। আমার ওই আড়ত কোনো সন্ত্রাসী কিংবা চাঁদাবাজকে দখল করতে দেয়া হবে না।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত দেয়া হবে। কারো সম্পত্তি জোরপূর্বক দখলের সুযোগ দেয়া হবে না।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ভাড়া করা লোক দিয়ে শিল্পপতির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ০১:৫৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আল আমিন: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাপান-বাংলা গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বিরুদ্ধে ভাড়া করা লোকজন দিয়ে মানববন্ধন করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। ১৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ২টার দিকে জাপান-বাংলা প্রধান আড়াত দখলের জন্য এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে ওই সবজি আড়তের ৩জন ব্যবসায়ী অংশ নেয়। তারা দোকান ভাড়া না দেয়াসহ আড়তের মালিক সেলিম প্রধানকে বিতর্কিত করার জন্যই এই মানববন্ধনে আয়োজন করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান ওরফে বালু হাবিব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা কামরুল ইসলাম, মজিবুর রহমান, বালু হাবিবের ভাতিজা আউয়ুব, তৃণমূল বিএনপি নেতা আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মোমেন মিয়া, ফরিদ আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাপান-বাংলা প্রধান আড়ত আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ১০ বছরের জন্য ইজারা নেন। পরে তা মজিবুর রহমানের কাছে সাব ইজারা দেন। তাদের কাছ থেকে ব্যবসায়ীরা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। এখন জমির মালিক পুনরায় ভাড়া দিতে চান। আমরা একই দোকান বার বার ভাড়া নেবো না। বিষয়টি প্রশাসনের সহযোগিতার জন্যই মানববন্ধন করা হচ্ছে বলে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম জানান।
এদিকে জাপান-বাংলা প্রধান আড়তের মালিক সেলিম প্রধান জানান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ওরফে বালু হাবিব চক্রান্ত করে আমাকে প্রশাসনের সহযোগিতায় জেলহাজতে পাঠায়। এ সুযোগে আমার জমিতে জোরপূর্বক দোকানপাট নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয় এবং আমার স্বাক্ষর জাল করে একটি ভুয়া ইজারার নামে দলিল সম্পাদন করে। আমার ওই আড়ত কোনো সন্ত্রাসী কিংবা চাঁদাবাজকে দখল করতে দেয়া হবে না।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত দেয়া হবে। কারো সম্পত্তি জোরপূর্বক দখলের সুযোগ দেয়া হবে না।