ঢাকা , সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মেসির ’১০ নম্বর’ জার্সি চান ইয়ামাল

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর তার বিখ্যাত ’১০ নম্বর’ জার্সি তুলে রাখার ঘোষণা এসেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সম্ভাবনাময় তরুণ আনসু ফাতিকে দেয়া হয় সেই জার্সি। এখন ফাতি ধারে অন্য ক্লাবে খেলছেন। এই সুযোগে মেসির নম্বর সম্বলিত জার্সি পরতে চান লামিনে ইয়ামাল।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘১০ নম্বর জার্সিটা আনসুর। যদি সে এখানে না থাকে, ১০ নম্বর জার্সি পরা হবে গর্বের। যে কোনো তরুণের এই জার্সি পরার স্বপ্ন থাকে। কেউ হয় তো এই জার্সির প্রশ্নে না বলবে না। তবে সিদ্ধান্ত ম্যানেজমেন্টের।’

এদিকে শোনা যাচ্ছে, আগামী মৌসুমে বার্সার এই বিখ্যাত জার্সি দেয়া হতে পারে বার্নার্দো সিলভাকে। তেমনটাই মন্তব্য করেছেন ধারে বার্সায় খেলা জোয়াও ফেলিক্স। দুদিন আগে মন্তব্য করে তিনি বলেছেন, ‘বার্নার্দো সিলভা বার্সায় এলে তিনি হয়তো ১০ নম্বর জার্সি পরবেন।’

বার্সেলোনার সম্ভাবনাময় প্রতিভা ইয়ামাল। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা ইয়ামালকে দেখা হচ্ছে দলটির ভবিষ্যৎ হিসেবে। এরই মধ্যে দলটির হয়ে বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছেন ১৬ বছর বয়সী এই ফুটবলার। আর সিলভাও হতে পারেন দলের ভরসা। এখন দেখার অপেক্ষায়, কার গায়ে ওঠে এই জার্সি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় দফা বিতর্কে হ্যারিসের হ্যাঁ ট্রাম্পের না

মেসির ’১০ নম্বর’ জার্সি চান ইয়ামাল

আপডেট সময় ০৩:৫৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর তার বিখ্যাত ’১০ নম্বর’ জার্সি তুলে রাখার ঘোষণা এসেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সম্ভাবনাময় তরুণ আনসু ফাতিকে দেয়া হয় সেই জার্সি। এখন ফাতি ধারে অন্য ক্লাবে খেলছেন। এই সুযোগে মেসির নম্বর সম্বলিত জার্সি পরতে চান লামিনে ইয়ামাল।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘১০ নম্বর জার্সিটা আনসুর। যদি সে এখানে না থাকে, ১০ নম্বর জার্সি পরা হবে গর্বের। যে কোনো তরুণের এই জার্সি পরার স্বপ্ন থাকে। কেউ হয় তো এই জার্সির প্রশ্নে না বলবে না। তবে সিদ্ধান্ত ম্যানেজমেন্টের।’

এদিকে শোনা যাচ্ছে, আগামী মৌসুমে বার্সার এই বিখ্যাত জার্সি দেয়া হতে পারে বার্নার্দো সিলভাকে। তেমনটাই মন্তব্য করেছেন ধারে বার্সায় খেলা জোয়াও ফেলিক্স। দুদিন আগে মন্তব্য করে তিনি বলেছেন, ‘বার্নার্দো সিলভা বার্সায় এলে তিনি হয়তো ১০ নম্বর জার্সি পরবেন।’

বার্সেলোনার সম্ভাবনাময় প্রতিভা ইয়ামাল। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা ইয়ামালকে দেখা হচ্ছে দলটির ভবিষ্যৎ হিসেবে। এরই মধ্যে দলটির হয়ে বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছেন ১৬ বছর বয়সী এই ফুটবলার। আর সিলভাও হতে পারেন দলের ভরসা। এখন দেখার অপেক্ষায়, কার গায়ে ওঠে এই জার্সি।