ঢাকা , রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের অস্ত্রোপচার নিয়ে ধোঁয়াশা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফলতম বোলার তিনি। যেকোনো কন্ডিশন আর উইকেটেই দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতাও দারুণ। সেই সাকিব আল হাসানই কি না চলমান চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন ৫৩তম ওভারে। দ্বিতীয় ইনিংসে অবশ্য দশম ওভারেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক। কিন্তু সেরা ছন্দের ধারেকাছেও ছিলেন না। উইকেট তো পানইনি উল্টো রান বিলিয়েছেন অকাতরে।

সাকিবের দেরিতে বোলিংয়ে আসা, দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার (প্রথম ইনিংসে ৮, দ্বিতীয় ইনিংসে ১৩) হাত ঘুরানো, ওভারপ্রতি ছয়ের ওপর রান খরচ করা-এসব নিয়ে বেশ আলোচনা হয়েছে ধারাভাষ্য কক্ষে। সেখানেই ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক দিয়েছেন বিস্ফোরক এক তথ্য। যা জন্ম দিয়েছে বিতর্ক, তৈরি করেছে ধোঁয়াশা। কার্তিকের দেওয়া তথ্যমতে, সাকিবের বোলিং আঙুলে (তর্জনী) অস্ত্রোপচার করা হয়েছে, সেই আঙুল তিনি এখনও ঠিকঠাক নাড়াতে পারছেন না। টাইগার অলরাউন্ডারের সঙ্গে সরাসরি কথা বলেই নাকি বিষয়টা জেনেছেন কার্তিক। কিন্তু দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প উড়িয়ে দিয়েছেন অস্ত্রোপচারের কথা।

সাকিবের আঙুলে সমস্যা আছে, এমন গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। কিন্তু বিষয়টা নিয়ে তিনি নিজে এবং বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। অস্ত্রোপচারের মতো গুরুতর বিষয়েও জানানো হয়নি কিছু। কিন্তু কার্তিকের দেওয়া তথ্য তৈরি করেছে ধোঁয়াশা। তার কথা শুনে টিম ম্যানেজমেন্টের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ধারাভাষ্যে থাকা তামিম ইকবাল। তারকা ওপেনার বলেছেন, ‘সত্যিই যদি সাকিবের আঙুলে সমস্যা থাকে, তা হলে তো টিম ম্যানেজমেন্টের আগে থেকেই তা জানার কথা। তিনি ঠিকমতো বল করতে পারছেন না, মানে বাংলাদেশ কার্যত চারজন প্রথম সারির বোলার নিয়ে খেলছে।…অবশ্যই তাদের এই ব্যাপারটা দেখা উচিত।’

তামিম আসলে কী বলতে চেয়েছেন, তা বুঝতে অসুবিধা হয় না। যেহেতু হাতে বিকল্প আছে, সেহেতু আনফিট সাকিবকে না খেলানোই উচিত ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু সাকিব আনফিট, এমনটা মানতে নারাজ হেম্প। তারকা অলরাউন্ডারের অস্ত্রোপচার হয়েছে কি না, ‘মোটেও না’ বলে এমন প্রশ্ন উড়িয়ে দিয়েছেন টাইগার ব্যাটিং কোচ। শনিবারের সংবাদ সম্মেলনে দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন সাকিব শতভাগ ফিট, ‘মুরালি (কার্তিক) তো আমাদের দলের কেউ না। দুদিন আগে সে (সাকিব) ৭০ ওভার বল করে এসেছে, ইনজুরি থাকলে এটা কী সম্ভব? আজ (শনিবার) সে বোলিং করেছে, ফিল্ডিং করেছে, সব করছে। শতভাগ ফিট না হলে খেলে কীভাবে?’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাকিবের অস্ত্রোপচার নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় ০৯:২৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সফলতম বোলার তিনি। যেকোনো কন্ডিশন আর উইকেটেই দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতাও দারুণ। সেই সাকিব আল হাসানই কি না চলমান চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন ৫৩তম ওভারে। দ্বিতীয় ইনিংসে অবশ্য দশম ওভারেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক। কিন্তু সেরা ছন্দের ধারেকাছেও ছিলেন না। উইকেট তো পানইনি উল্টো রান বিলিয়েছেন অকাতরে।

সাকিবের দেরিতে বোলিংয়ে আসা, দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার (প্রথম ইনিংসে ৮, দ্বিতীয় ইনিংসে ১৩) হাত ঘুরানো, ওভারপ্রতি ছয়ের ওপর রান খরচ করা-এসব নিয়ে বেশ আলোচনা হয়েছে ধারাভাষ্য কক্ষে। সেখানেই ধারাভাষ্যকার এবং ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক দিয়েছেন বিস্ফোরক এক তথ্য। যা জন্ম দিয়েছে বিতর্ক, তৈরি করেছে ধোঁয়াশা। কার্তিকের দেওয়া তথ্যমতে, সাকিবের বোলিং আঙুলে (তর্জনী) অস্ত্রোপচার করা হয়েছে, সেই আঙুল তিনি এখনও ঠিকঠাক নাড়াতে পারছেন না। টাইগার অলরাউন্ডারের সঙ্গে সরাসরি কথা বলেই নাকি বিষয়টা জেনেছেন কার্তিক। কিন্তু দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প উড়িয়ে দিয়েছেন অস্ত্রোপচারের কথা।

সাকিবের আঙুলে সমস্যা আছে, এমন গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। কিন্তু বিষয়টা নিয়ে তিনি নিজে এবং বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। অস্ত্রোপচারের মতো গুরুতর বিষয়েও জানানো হয়নি কিছু। কিন্তু কার্তিকের দেওয়া তথ্য তৈরি করেছে ধোঁয়াশা। তার কথা শুনে টিম ম্যানেজমেন্টের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ধারাভাষ্যে থাকা তামিম ইকবাল। তারকা ওপেনার বলেছেন, ‘সত্যিই যদি সাকিবের আঙুলে সমস্যা থাকে, তা হলে তো টিম ম্যানেজমেন্টের আগে থেকেই তা জানার কথা। তিনি ঠিকমতো বল করতে পারছেন না, মানে বাংলাদেশ কার্যত চারজন প্রথম সারির বোলার নিয়ে খেলছে।…অবশ্যই তাদের এই ব্যাপারটা দেখা উচিত।’

তামিম আসলে কী বলতে চেয়েছেন, তা বুঝতে অসুবিধা হয় না। যেহেতু হাতে বিকল্প আছে, সেহেতু আনফিট সাকিবকে না খেলানোই উচিত ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু সাকিব আনফিট, এমনটা মানতে নারাজ হেম্প। তারকা অলরাউন্ডারের অস্ত্রোপচার হয়েছে কি না, ‘মোটেও না’ বলে এমন প্রশ্ন উড়িয়ে দিয়েছেন টাইগার ব্যাটিং কোচ। শনিবারের সংবাদ সম্মেলনে দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন সাকিব শতভাগ ফিট, ‘মুরালি (কার্তিক) তো আমাদের দলের কেউ না। দুদিন আগে সে (সাকিব) ৭০ ওভার বল করে এসেছে, ইনজুরি থাকলে এটা কী সম্ভব? আজ (শনিবার) সে বোলিং করেছে, ফিল্ডিং করেছে, সব করছে। শতভাগ ফিট না হলে খেলে কীভাবে?’