ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ছক্কা মেরে মিডিয়াবক্সের গ্লাস ভাঙলেন রিংকু

লম্বা সময় ধরে ভারতের ফিনিশার রোলে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি আর রবীন্দ্র জাদেজা। ধোনির ক্যারিয়ারের শেষবেলায় তাতে যুক্ত হয়েছেন হার্দিক পান্ডিয়া। ধোনি এখন অবসরে, জাদেজাও প্রায় গোধূলিলগ্নে। ফিনিশার রোলে হার্দিকের সঙ্গে আরও একজনের দরকার ছিল ভারতের। সেটা হয়ত এরইমাঝে পেয়ে গিয়েছে ম্যান ইন ব্লুরা। তিনি গত আইপিএলে কলকাতার নায়ক রিংকু সিং।

সম্প্রতি ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ হয়ে উঠছেন রিংকু। গত আইপিএলে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে নজরে এসেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই শর্টার ভার্সনে তাকে মাঠে নামাতে খুব বেশি ভাবতে হয়নি ভারতীয় নির্বাচকদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে শেষের দিকে নেমে ঝড়ো ইনিংস খেলেছেন। ঠিক যেমনটা ছিল প্রত্যাশিত। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল খেলেছেন আরও পরিণত ইনিংস।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ছক্কা মেরে মিডিয়াবক্সের গ্লাস ভাঙলেন রিংকু

আপডেট সময় ১০:১৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

লম্বা সময় ধরে ভারতের ফিনিশার রোলে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি আর রবীন্দ্র জাদেজা। ধোনির ক্যারিয়ারের শেষবেলায় তাতে যুক্ত হয়েছেন হার্দিক পান্ডিয়া। ধোনি এখন অবসরে, জাদেজাও প্রায় গোধূলিলগ্নে। ফিনিশার রোলে হার্দিকের সঙ্গে আরও একজনের দরকার ছিল ভারতের। সেটা হয়ত এরইমাঝে পেয়ে গিয়েছে ম্যান ইন ব্লুরা। তিনি গত আইপিএলে কলকাতার নায়ক রিংকু সিং।

সম্প্রতি ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ হয়ে উঠছেন রিংকু। গত আইপিএলে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে নজরে এসেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই শর্টার ভার্সনে তাকে মাঠে নামাতে খুব বেশি ভাবতে হয়নি ভারতীয় নির্বাচকদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে শেষের দিকে নেমে ঝড়ো ইনিংস খেলেছেন। ঠিক যেমনটা ছিল প্রত্যাশিত। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকাল খেলেছেন আরও পরিণত ইনিংস।