ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রওশন-কাদের বৈঠক, একসঙ্গে নির্বাচনে রাজি

নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে দূরত্ব থাকলেও অবশেষে একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও দলটির প্রধান ‍পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

মনোনয়ন দেওয়ার একক ক্ষমতা নিয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নির্বাচন করার জেদ ধরলেও শেষ পর্যন্ত তাকে (রওশন এরশাদ) নিয়ে একসঙ্গে নির্বাচন পরিচালনায় সম্মত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বরং বিরোধী নেতা বেগম রওশন এরশাদকে সামনে রেখে দলীয় মনোনয়ন দেওয়াসহ নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করতে সম্মত হয়েছেন তিনি।

জাতীয় পার্টি কীভাবে নির্বাচন করবেন, জোটে নাকি আলাদা, কত আসনে মনোনয়ন দেবেন, কোন কোন আসনে সরকারি দলকে ছেড়ে দিতে বলবেন সবকিছু ঠিক করতে দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (২৫ নভেম্বর) রাতে বিরোধী নেতার গুলশান বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির ঘনিষ্ঠ একটি সূত্র সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে বিরোধীনেতার বাসায় আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বৈঠকে জিএম কাদের ছাড়া বিরোধী নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ, এরশাদপুত্র রাহগির আল মাহে সাদ এরশাদ, কাজী মামুন উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচন নিয়ে একান্তে কথা বলেন দুজন। রাত সাড়ে দশটার দিকে বিরোধীনেতার বাসা থেকে বেরিয়ে যান জিএম কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সারা দেশে তিনশ’ আসনে নির্বাচনের ঘোষণা দেন। এজন্য মনোনয়নপত্রও বিক্রি করেন। তবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বেগম রওশন এরশাদ ও তার অনুসারীরা। শেষ পর্যন্ত একসঙ্গে নির্বাচন করতে বেগম রওশন এরশাদের দ্বারস্ত হন গোলাম মোহাম্মদ কাদের।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রওশন-কাদের বৈঠক, একসঙ্গে নির্বাচনে রাজি

আপডেট সময় ০৪:৩২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে দূরত্ব থাকলেও অবশেষে একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও দলটির প্রধান ‍পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

মনোনয়ন দেওয়ার একক ক্ষমতা নিয়ে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নির্বাচন করার জেদ ধরলেও শেষ পর্যন্ত তাকে (রওশন এরশাদ) নিয়ে একসঙ্গে নির্বাচন পরিচালনায় সম্মত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বরং বিরোধী নেতা বেগম রওশন এরশাদকে সামনে রেখে দলীয় মনোনয়ন দেওয়াসহ নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করতে সম্মত হয়েছেন তিনি।

জাতীয় পার্টি কীভাবে নির্বাচন করবেন, জোটে নাকি আলাদা, কত আসনে মনোনয়ন দেবেন, কোন কোন আসনে সরকারি দলকে ছেড়ে দিতে বলবেন সবকিছু ঠিক করতে দলটির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (২৫ নভেম্বর) রাতে বিরোধী নেতার গুলশান বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির ঘনিষ্ঠ একটি সূত্র সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে বিরোধীনেতার বাসায় আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বৈঠকে জিএম কাদের ছাড়া বিরোধী নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ, এরশাদপুত্র রাহগির আল মাহে সাদ এরশাদ, কাজী মামুন উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচন নিয়ে একান্তে কথা বলেন দুজন। রাত সাড়ে দশটার দিকে বিরোধীনেতার বাসা থেকে বেরিয়ে যান জিএম কাদের।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সারা দেশে তিনশ’ আসনে নির্বাচনের ঘোষণা দেন। এজন্য মনোনয়নপত্রও বিক্রি করেন। তবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বেগম রওশন এরশাদ ও তার অনুসারীরা। শেষ পর্যন্ত একসঙ্গে নির্বাচন করতে বেগম রওশন এরশাদের দ্বারস্ত হন গোলাম মোহাম্মদ কাদের।