ঢাকা , বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যা ভালো লাগে তাই করতে চাই : ভাবনা Logo রিয়ালের দুর্ভেদ্য প্রাচীর ভেঙে লিভারপুলের উৎসব Logo নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি Logo সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি নাদিম গ্রেপ্তার Logo রূপগঞ্জে বিদেশি অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ Logo নারায়ণগঞ্জে এইচএসসির ফল বিপর্যয় উত্তরণে ডিসির মতবিনিময় সভা Logo মনোনয়ন না পেয়েও বাবুলের নির্দেশ খানপুর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান Logo সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নান Logo বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা: ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা Logo নারায়ণগঞ্জ উদ্যোক্তা কল্যাণ গ্রুপ পরিবারের ২য় বর্ষ পদার্পণ উপলক্ষে চায়ের আড্ডা অনুষ্ঠিত

বিহারে ভোটার তালিকায় বাংলাদেশিসহ বিদেশিদের নাম, ৩ লাখ ভোটারকে নোটিশ

ভারতের বিহার রাজ্যে ভোটার তালিকা যাচাইয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও আফগানিস্তানের নাগরিকদের নামও তালিকায় উঠে এসেছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

এরই মধ্যে প্রায় তিন লাখ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৯ আগস্ট) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) জানিয়েছে, বিহারের ভোটার তালিকা পর্যালোচনার সময় বিদেশি নাগরিকদের নাম পাওয়া গেছে। বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও আফগানিস্তানের কিছু নাগরিকও ভারতের ভোটার পরিচয়পত্র ব্যবহার করছেন বলে কমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ইসিআই সূত্র জানায়, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের সময় এ ধরনের অসঙ্গতি ধরা পড়ে। এখন পর্যন্ত প্রায় তিন লাখ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচন কর্মকর্তারা ভোটার তালিকার সঙ্গে জমা দেওয়া পরিচয়পত্র মিলিয়ে দেখার পর এসব তথ্য হাতে পান।

একজন কর্মকর্তা বলেন, “১ থেকে ৩০ আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ যাচাই করা হবে। যারা অনুপযুক্ত বলে প্রমাণিত হবেন, তাদের নাম ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।”

নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মীরা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখেছেন, নেপাল, বাংলাদেশ ও মিয়ানমারের বহু মানুষ ভোটার তালিকায় ঢুকে পড়েছেন। তারা আধার কার্ড, বাসস্থানের সনদ, রেশন কার্ডসহ সব ধরনের সরকারি নথি সংগ্রহ করে ভোটার হিসেবে নাম তুলতে সক্ষম হয়েছেন।

পরীক্ষা-নিরীক্ষার পর আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে। যাদের নোটিশ দেওয়া হয়েছে, তাদের সাত দিনের মধ্যে হাজির হয়ে তথ্য প্রমাণ দেখাতে হবে।

এখন পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার ৮০২ জন ভোটার অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে ২৪ হাজার ৯৯১টি আবেদন নিষ্পত্তি করেছে কর্তৃপক্ষ। তবে কতগুলো আবেদন নতুন অন্তর্ভুক্তি আর কতগুলো নাম বাদ দেওয়ার জন্য এসেছে, তা এখনও জানায়নি ইসিআই।

বিহারের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) তিনটি এবং সিপিআই (এমএল) ৭৯টি আবেদন করেছে। তবে বিজেপি, কংগ্রেসসহ অন্য কোনও জাতীয় বা আঞ্চলিক স্বীকৃত দল এখন পর্যন্ত আপত্তি জানায়নি। দাবির সময়সীমা শেষ হতে আরও তিন দিন বাকি আছে।

এর আগে গত ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। এর আগে ২৪ জুন থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। কমিশনের তথ্য অনুযায়ী, বিহারের ৭ কোটি ২৪ লাখ ভোটারের মধ্যে ৯৯.১১ শতাংশের নথি যাচাই শেষ হয়েছে। ২৪ জুন থেকে ২৪ আগস্ট পর্যন্ত ৯৮.২ শতাংশ ভোটার নথি জমা দিয়েছেন।

ভারতের সুপ্রিম কোর্ট ইতোমধ্যেই নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আধার কার্ডসহ মোট ১২ ধরনের সরকারি নথি গ্রহণ করতে হবে। কমিশন আদালতকে জানিয়েছে, চলমান যাচাই প্রক্রিয়ার ওপর আস্থা রাখার অনুরোধ করেছে তারা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

যা ভালো লাগে তাই করতে চাই : ভাবনা

বিহারে ভোটার তালিকায় বাংলাদেশিসহ বিদেশিদের নাম, ৩ লাখ ভোটারকে নোটিশ

আপডেট সময় ১২:০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ভারতের বিহার রাজ্যে ভোটার তালিকা যাচাইয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও আফগানিস্তানের নাগরিকদের নামও তালিকায় উঠে এসেছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

এরই মধ্যে প্রায় তিন লাখ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৯ আগস্ট) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) জানিয়েছে, বিহারের ভোটার তালিকা পর্যালোচনার সময় বিদেশি নাগরিকদের নাম পাওয়া গেছে। বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও আফগানিস্তানের কিছু নাগরিকও ভারতের ভোটার পরিচয়পত্র ব্যবহার করছেন বলে কমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ইসিআই সূত্র জানায়, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের সময় এ ধরনের অসঙ্গতি ধরা পড়ে। এখন পর্যন্ত প্রায় তিন লাখ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচন কর্মকর্তারা ভোটার তালিকার সঙ্গে জমা দেওয়া পরিচয়পত্র মিলিয়ে দেখার পর এসব তথ্য হাতে পান।

একজন কর্মকর্তা বলেন, “১ থেকে ৩০ আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ যাচাই করা হবে। যারা অনুপযুক্ত বলে প্রমাণিত হবেন, তাদের নাম ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।”

নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মীরা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখেছেন, নেপাল, বাংলাদেশ ও মিয়ানমারের বহু মানুষ ভোটার তালিকায় ঢুকে পড়েছেন। তারা আধার কার্ড, বাসস্থানের সনদ, রেশন কার্ডসহ সব ধরনের সরকারি নথি সংগ্রহ করে ভোটার হিসেবে নাম তুলতে সক্ষম হয়েছেন।

পরীক্ষা-নিরীক্ষার পর আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে। যাদের নোটিশ দেওয়া হয়েছে, তাদের সাত দিনের মধ্যে হাজির হয়ে তথ্য প্রমাণ দেখাতে হবে।

এখন পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার ৮০২ জন ভোটার অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে ২৪ হাজার ৯৯১টি আবেদন নিষ্পত্তি করেছে কর্তৃপক্ষ। তবে কতগুলো আবেদন নতুন অন্তর্ভুক্তি আর কতগুলো নাম বাদ দেওয়ার জন্য এসেছে, তা এখনও জানায়নি ইসিআই।

বিহারের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) তিনটি এবং সিপিআই (এমএল) ৭৯টি আবেদন করেছে। তবে বিজেপি, কংগ্রেসসহ অন্য কোনও জাতীয় বা আঞ্চলিক স্বীকৃত দল এখন পর্যন্ত আপত্তি জানায়নি। দাবির সময়সীমা শেষ হতে আরও তিন দিন বাকি আছে।

এর আগে গত ১ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। এর আগে ২৪ জুন থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। কমিশনের তথ্য অনুযায়ী, বিহারের ৭ কোটি ২৪ লাখ ভোটারের মধ্যে ৯৯.১১ শতাংশের নথি যাচাই শেষ হয়েছে। ২৪ জুন থেকে ২৪ আগস্ট পর্যন্ত ৯৮.২ শতাংশ ভোটার নথি জমা দিয়েছেন।

ভারতের সুপ্রিম কোর্ট ইতোমধ্যেই নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আধার কার্ডসহ মোট ১২ ধরনের সরকারি নথি গ্রহণ করতে হবে। কমিশন আদালতকে জানিয়েছে, চলমান যাচাই প্রক্রিয়ার ওপর আস্থা রাখার অনুরোধ করেছে তারা।