ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কষ্টের মধ্যে আছেন কামার পরিবারগুলো

  • কিরণ শংকর দে
  • আপডেট সময় ১০:১৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • 55

প্রচুর টাকা খরচ করে দুর্গার সান্নিধ্য পাওয়ার জন্য প্রতি বছরের ন্যায় এইবারও নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের নিজ বাড়িতে বিশিষ্ট শিল্পপতি ও স্বঘোষিত হিন্দু নেতা বাবু পরিতোষ কান্তি সাহা দুর্গা পূজার আয়োজনের মাধ্যমে নিজেও আনন্দ উপভোগ করেছেন এবং পূজা দেখতে আসা দর্শনার্থীদেরও আনন্দিত করেছেন। কিন্তু পরিতোষ সাহা বেমালুম ভুলে গেছেন যে তার নোংরামি মানসিকতার কারণে কয়েক বছর যাবত কয়েকটি কামার পরিবার প্রতিটি দিন নানান কষ্টের মধ্যে দিয়ে পার করে যাচ্ছেন। পরিতোষ সাহার নিজ বাড়ির সামনের একটি দেবত্বর সম্পত্তিতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন কয়েকটি কামার পরিবার। কিন্তু এই দেবত্বর সম্পত্তি থেকে কামারদের উচ্ছেদ করে সম্পত্তি দখল করার পায়তারা করে আসছেন পরিতোষ সাহা এবং তার ইশারায় কামার পরিবার গুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যাতে পরিবারগুলো অসহায় হয়ে অন্যত্র চলে যায়। এমনকি তিনি কামার পরিবার গুলোর বিরুদ্ধে বিভিন্ন বদনাম ছড়াতে থাকে। বর্তমানে কামার পরিবারের প্রতিটি লোক উচ্ছেদের ভয়ে ভীত সন্ত্রস্তের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাদের সহযোগিতার জন্য তাদের কাছে বারবার ধন্যা দিয়েও কোন কাজ হয়নি কামারদের। এর একমাত্র কারণ পরিতোষ সাহার হাত অনেক বড়। পরিতোষ সাহা একজন ধার্মিক লোক বলে তার বেশ খ্যাতি বা সুনাম রয়েছে। কিন্তু উনার আসল রূপ নিয়ে এরই মধ্যে অনেকের মনের ভিতর বিভিন্ন প্রশ্ন উকি দিচ্ছে। যদি মানুষ সেবার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়, যদি মানুষের ভিতরে ঈশ্বর ধীরাজ করে তবে কেন পরিতোষ সাহা কামার পরিবারগুলোকে অসহায়ের মধ্যে ফেলে রেখেছেন? টাকা খরচ করে মাটি দিয়ে বানানো মূর্তি পূজা করলেই ঈশ্বরকে কি পাওয়া যায়? পরিতোষ সাহা কামার পরিবার গুলোর সাথে যে আচরণ করে যাচ্ছেন সেটি কি অধর্মের কাজের মধ্যে পড়ে না?
তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

কষ্টের মধ্যে আছেন কামার পরিবারগুলো

আপডেট সময় ১০:১৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

প্রচুর টাকা খরচ করে দুর্গার সান্নিধ্য পাওয়ার জন্য প্রতি বছরের ন্যায় এইবারও নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের নিজ বাড়িতে বিশিষ্ট শিল্পপতি ও স্বঘোষিত হিন্দু নেতা বাবু পরিতোষ কান্তি সাহা দুর্গা পূজার আয়োজনের মাধ্যমে নিজেও আনন্দ উপভোগ করেছেন এবং পূজা দেখতে আসা দর্শনার্থীদেরও আনন্দিত করেছেন। কিন্তু পরিতোষ সাহা বেমালুম ভুলে গেছেন যে তার নোংরামি মানসিকতার কারণে কয়েক বছর যাবত কয়েকটি কামার পরিবার প্রতিটি দিন নানান কষ্টের মধ্যে দিয়ে পার করে যাচ্ছেন। পরিতোষ সাহার নিজ বাড়ির সামনের একটি দেবত্বর সম্পত্তিতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন কয়েকটি কামার পরিবার। কিন্তু এই দেবত্বর সম্পত্তি থেকে কামারদের উচ্ছেদ করে সম্পত্তি দখল করার পায়তারা করে আসছেন পরিতোষ সাহা এবং তার ইশারায় কামার পরিবার গুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যাতে পরিবারগুলো অসহায় হয়ে অন্যত্র চলে যায়। এমনকি তিনি কামার পরিবার গুলোর বিরুদ্ধে বিভিন্ন বদনাম ছড়াতে থাকে। বর্তমানে কামার পরিবারের প্রতিটি লোক উচ্ছেদের ভয়ে ভীত সন্ত্রস্তের মধ্যে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাদের সহযোগিতার জন্য তাদের কাছে বারবার ধন্যা দিয়েও কোন কাজ হয়নি কামারদের। এর একমাত্র কারণ পরিতোষ সাহার হাত অনেক বড়। পরিতোষ সাহা একজন ধার্মিক লোক বলে তার বেশ খ্যাতি বা সুনাম রয়েছে। কিন্তু উনার আসল রূপ নিয়ে এরই মধ্যে অনেকের মনের ভিতর বিভিন্ন প্রশ্ন উকি দিচ্ছে। যদি মানুষ সেবার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়, যদি মানুষের ভিতরে ঈশ্বর ধীরাজ করে তবে কেন পরিতোষ সাহা কামার পরিবারগুলোকে অসহায়ের মধ্যে ফেলে রেখেছেন? টাকা খরচ করে মাটি দিয়ে বানানো মূর্তি পূজা করলেই ঈশ্বরকে কি পাওয়া যায়? পরিতোষ সাহা কামার পরিবার গুলোর সাথে যে আচরণ করে যাচ্ছেন সেটি কি অধর্মের কাজের মধ্যে পড়ে না?
তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।