আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাম দেখেই সবার প্রশংসা কুড়িয়েছিলেন বৈভব সূর্যবংশী। অনেকেই ভেবেছিলেন, বয়স বিবেচনায় উপেক্ষিত থাকতে পারেন এই কিশোর ক্রিকেটার। কিন্তু ১৩ বছর ২৪৩ বছর বয়েসী বৈভবকে পেতে বেশ একটা যুদ্ধই হয়েছে সৌদি আরবের জেদ্দায়। দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালস নেমেছিল সেই লড়াইতে।
৩০ লাখ ভিত্তিমূল্য থেকে শুরু। এরপর সেটা মিনিটের মধ্যেই পেরিয়ে যায় ৬০-৭০ লাখের ঘর। ১ কোটির ঘরে যখন গেল বৈভবের বিড, তখন দর্শকসারি থেকেও আসছিল অভিবাদনের উল্লাস। শেষ পর্যন্ত দিল্লিকে সরিয়ে ১ কোটি ১০ লাখ রুপিতে রাজস্থানের গোলাপি শিবির দলে নিলো বৈভব সূর্যবংশীকে।
এরই মাধ্যমে আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়েসী খেলোয়াড় হিসেবে নিজের নাম তুললেন বিহারের এই কিশোর। আগামী বছর তিনি ড্রেসিংরুম ভাগ করবেন যশস্বী জয়সওয়াল, সাঞ্জু স্যামসন, জফরা আর্চার, শিমরান হেটমায়ারদের সঙ্গে। সোউভাগ্য হলে খেলতে পারেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড কিংবা ট্রেন্ট বোল্টদের বিপক্ষে।