২১ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় মদনগঞ্জ দারুস সালাম মাদরাসা’র বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক নূরুল বাসার’র সভাপতিত্বে ও মদনগঞ্জ দারুস সালাম মাদরাসা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মো. রবিউল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এহসান উদ্দিন সাগর।
বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব গনি প্রধান, বাদল আহমেদ, আলহাজ্ব মাওলানা গোলাম আহাদ, মো. শাহজালাল, ফারুক আহমেদ, মো. শরিফ মিয়া, কবির হোসেন, মো. জামান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষার কোন বিকল্প নেই। এখানে যে সকল কোরআনের পাখি গুলো আছে কি সুন্দর নুরানি চেহারা, ছেলেদের কে পাঞ্জাবি টুপি, মেয়েদের হিজাব বোরকা পরা অবস্থায় কতো সুন্দর দেখা যাচ্ছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও যাহারা এর সাথে জড়িত থেকে সবাইকে উৎসাহ দিয়ে সাহায্য করে যাচ্ছেন তাদের কে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। পরিশেষে সবাই ভালো থাকুন, সবার মঙ্গল ও সুসাস্থ কামনা করি।
অত্র মাদরাসার বার্ষিক পরীক্ষায় যে সকল ছাত্র-ছাত্রী ১ম ২য় এবং ৩য় স্থান অধিকার করেছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।