ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাদমানের ফিফটি, ৩ ক্যাচ ফেললো ওয়েস্ট ইন্ডিজ

ভেজা আউটফিল্ডের কারণে প্রায় ৫ ঘণ্টা পর শুরু হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ টেস্ট। কিংসটন টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে কেবল শেষ সেশন ৩০ ওভার। খেলা কোনো সেশনের, সেটা যেন ভাবার বিষয় নয় টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের। তাদের কাছে যেন উইকেট বিলিয়ে দিয়ে আসাই মুখ্য।

অ্যান্টিগার মতো কিংসটনেও পতন দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের। ১০ রানের মধ্যেই নেই ২ উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজের বাজে ফিল্ডিং আর ৩ ক্যাচ মিসের সুবিধা আদায় করে ২ উইকেটে ৬৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ফিফটি (১০০ বলে ৫০) করে অপরাজিত আছেন সাদমান ইসলাম। তার সঙ্গে আছেন শাহাদাত হোসেন দিপু (৬৩ বলে ১২)।

দলীয় ৮ রানে উইকেট বিলিয়ে দেন মাহমুদুল হাসান জয় (১২ বলে ৩)। কেমার রোচের বিহাইন্ড দ্য উইকেটে জসুয়া দ্যা সিলভার হাতে ক্যাচ হন ডানহাতি ব্যাটার। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার মুমিনুল হককেও (৬ বলে ০) সাজঘরের পথ দেখান রোচ। জয়ের মতো একই কায়দায় আউট হন এই বাঁহাতি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই নিয়ে চতুর্থবার ডাক মারলেন মুমিনু্ল।

মুমিনুলকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে উইকেটের ফিফটি পূর্ণ করেছেন রোচ।

এদিন দুবার জীবন পেয়েছেন সাদমান। ব্যক্তিগত ১৫ রানের মাথায় পেসার আলজারি জোসেফের বলে প্রথম স্লিপে তার একটি ক্যাচ ফেলে দেন অ্যালিক অ্যাথানাজে। এরপর ৩৫ রানের মাথায় পেসার জাস্টিন গ্রিভসের বলে শর্ট কাভারে আবারও সাদমানের ক্যাচ ফেলে দেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তাই বলা যায়, সাদমানকে ফিফটি উপহার দিয়েছেন ক্যারিবীয়রাই।

এরপর দিপুর স্লিপে একটি ক্যাচ ফেলে দেন অ্যাথানাজে ও কাভিম হজ। দিপু তখন ৮ রানে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত জীবন পেয়ে উইকেট থেকেই প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সাদমানের ফিফটি, ৩ ক্যাচ ফেললো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় ০৯:৫১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

ভেজা আউটফিল্ডের কারণে প্রায় ৫ ঘণ্টা পর শুরু হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ টেস্ট। কিংসটন টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে কেবল শেষ সেশন ৩০ ওভার। খেলা কোনো সেশনের, সেটা যেন ভাবার বিষয় নয় টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের। তাদের কাছে যেন উইকেট বিলিয়ে দিয়ে আসাই মুখ্য।

অ্যান্টিগার মতো কিংসটনেও পতন দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের। ১০ রানের মধ্যেই নেই ২ উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজের বাজে ফিল্ডিং আর ৩ ক্যাচ মিসের সুবিধা আদায় করে ২ উইকেটে ৬৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ফিফটি (১০০ বলে ৫০) করে অপরাজিত আছেন সাদমান ইসলাম। তার সঙ্গে আছেন শাহাদাত হোসেন দিপু (৬৩ বলে ১২)।

দলীয় ৮ রানে উইকেট বিলিয়ে দেন মাহমুদুল হাসান জয় (১২ বলে ৩)। কেমার রোচের বিহাইন্ড দ্য উইকেটে জসুয়া দ্যা সিলভার হাতে ক্যাচ হন ডানহাতি ব্যাটার। ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার মুমিনুল হককেও (৬ বলে ০) সাজঘরের পথ দেখান রোচ। জয়ের মতো একই কায়দায় আউট হন এই বাঁহাতি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই নিয়ে চতুর্থবার ডাক মারলেন মুমিনু্ল।

মুমিনুলকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে উইকেটের ফিফটি পূর্ণ করেছেন রোচ।

এদিন দুবার জীবন পেয়েছেন সাদমান। ব্যক্তিগত ১৫ রানের মাথায় পেসার আলজারি জোসেফের বলে প্রথম স্লিপে তার একটি ক্যাচ ফেলে দেন অ্যালিক অ্যাথানাজে। এরপর ৩৫ রানের মাথায় পেসার জাস্টিন গ্রিভসের বলে শর্ট কাভারে আবারও সাদমানের ক্যাচ ফেলে দেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। তাই বলা যায়, সাদমানকে ফিফটি উপহার দিয়েছেন ক্যারিবীয়রাই।

এরপর দিপুর স্লিপে একটি ক্যাচ ফেলে দেন অ্যাথানাজে ও কাভিম হজ। দিপু তখন ৮ রানে ব্যাট করছিলেন। শেষ পর্যন্ত জীবন পেয়ে উইকেট থেকেই প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।