ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হয়ে গেলো ‘হাবু ভাই’র হলুদ সন্ধ্যা, আজ বিয়ে

অনেক আগেই চরিত্রের আড়ালে ঢাকা পড়ে গেছে তার আসল নাম। চাষী আলম থেকে তিনি এখন সবার প্রিয় ‘হাবু ভাই’। নাটকের মতো বাস্তবেও এতোকাল হাবু ভাই ছিলেন ব্যাচেলর। নাটকে তাকে মূলত দেখা যেতো সহজ-সরল চরিত্রে, যদিও বিয়ের জন্য ব্যাকুলতাও ছিলো তার ভেতর।

এবার পর্দার ব্যাকুলতার একটা ব্যবস্থা হলো। রাত পোহালেই (২৫ আগস্ট) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেতা চাষী আলম। এরমধ্যে ২৪ আগস্ট সন্ধ্যায় হয়ে গেলো জমকালো হলুদ সন্ধ্যা।

চাষী জানান, হবু স্ত্রীর নাম তুলতুল। তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন। নিজের নয়, পারিবারিক পছন্দেই বিয়ে করছেন তিনি।

হলুদ সন্ধ্যার ফাঁকে অভিনেতা জানান, ‘কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সকলেরই পছন্দ হয়েছে মেয়ে। এখন বাড়িতেই গায়ে হলুদের আয়োজন চলছে। আগামীকাল (শুক্রবার) গুলশানে একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।’

লম্বা সময় অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে চাষী আলম তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। এরমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিলো দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নিতাইগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

হয়ে গেলো ‘হাবু ভাই’র হলুদ সন্ধ্যা, আজ বিয়ে

আপডেট সময় ১০:১৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

অনেক আগেই চরিত্রের আড়ালে ঢাকা পড়ে গেছে তার আসল নাম। চাষী আলম থেকে তিনি এখন সবার প্রিয় ‘হাবু ভাই’। নাটকের মতো বাস্তবেও এতোকাল হাবু ভাই ছিলেন ব্যাচেলর। নাটকে তাকে মূলত দেখা যেতো সহজ-সরল চরিত্রে, যদিও বিয়ের জন্য ব্যাকুলতাও ছিলো তার ভেতর।

এবার পর্দার ব্যাকুলতার একটা ব্যবস্থা হলো। রাত পোহালেই (২৫ আগস্ট) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেতা চাষী আলম। এরমধ্যে ২৪ আগস্ট সন্ধ্যায় হয়ে গেলো জমকালো হলুদ সন্ধ্যা।

চাষী জানান, হবু স্ত্রীর নাম তুলতুল। তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন। নিজের নয়, পারিবারিক পছন্দেই বিয়ে করছেন তিনি।

হলুদ সন্ধ্যার ফাঁকে অভিনেতা জানান, ‘কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সকলেরই পছন্দ হয়েছে মেয়ে। এখন বাড়িতেই গায়ে হলুদের আয়োজন চলছে। আগামীকাল (শুক্রবার) গুলশানে একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।’

লম্বা সময় অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের মাধ্যমে চাষী আলম তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। এরমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিলো দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।