ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লিটনের ড্রিম ইলেভেন: সাকিবসহ আছেন টেন্ডুলকার, ওয়ার্ন ও পন্টিং

জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস বৃহস্পতিবার (১০ আগস্ট) মানিগ্রাম ইন্টারন্যাশনালের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন। ক্রিকেটের মঞ্চ ছেড়ে বিজ্ঞাপনের মঞ্চে গেলেও ক্রিকেট ছাড়া তো আর থাকা যায় না।

জাতীয় দলের এই ব্যাটসম্যান পরবর্তী ওয়ানডে অধিনায়কের দৌড়ে আছেন। এর আগে যতবারই পঞ্চাশ ওভারের ক্রিকেটে লিটন দায়িত্ব পালন করেছেন তাতে পেয়েছেন লেটার মার্কস। তাই এবার তাকে বিবেচনায় রেখেছে বোর্ড। নিজের আগ্রহ আছে তা জানিয়েও রেখেছেন তিনি।

এদিকে মানিগ্রাম ও লিটনের মধ্যকার চুক্তি অনুষ্ঠানে আয়োজকরা খেলার বাইরে বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করেন। নানা প্রশ্নের মাঝে অনুষ্ঠান সঞ্চালকের জানতে চান, আপনি যদি অধিনায়ক হন তাহলে আপনার সেরা একাদশে (সর্বকালের সেরা) কে কে থাকবেন?

উত্তরে সময় নিয়ে লিটন বলেছেন, ‘আমি যেহেতু অধিনায়ক, আমি তো থাকবোই (হাসি) । আমি আছি বলে আর উইকেটরক্ষকের প্রয়োজন নেই।’

এরপর নিজের একাদশ সাজান এভাবে, ‘বীরেন্দর শেবাগ, সনাথ জয়াসুরিয়া, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, সাকিব আল হাসান, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুতিয়া মুরালিধরন ও চামিন্দা ভাস।’

লিটন খুব বেশি সময় পাননি নিজের পছন্দের একাদশ বেছে নিতে। যে একাদশ বেছে নিয়েছেন তা বিশ্ব ক্রিকেটে বেশ সমাদৃত।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নিতাইগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

লিটনের ড্রিম ইলেভেন: সাকিবসহ আছেন টেন্ডুলকার, ওয়ার্ন ও পন্টিং

আপডেট সময় ০৪:৪১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩

জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস বৃহস্পতিবার (১০ আগস্ট) মানিগ্রাম ইন্টারন্যাশনালের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন। ক্রিকেটের মঞ্চ ছেড়ে বিজ্ঞাপনের মঞ্চে গেলেও ক্রিকেট ছাড়া তো আর থাকা যায় না।

জাতীয় দলের এই ব্যাটসম্যান পরবর্তী ওয়ানডে অধিনায়কের দৌড়ে আছেন। এর আগে যতবারই পঞ্চাশ ওভারের ক্রিকেটে লিটন দায়িত্ব পালন করেছেন তাতে পেয়েছেন লেটার মার্কস। তাই এবার তাকে বিবেচনায় রেখেছে বোর্ড। নিজের আগ্রহ আছে তা জানিয়েও রেখেছেন তিনি।

এদিকে মানিগ্রাম ও লিটনের মধ্যকার চুক্তি অনুষ্ঠানে আয়োজকরা খেলার বাইরে বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করেন। নানা প্রশ্নের মাঝে অনুষ্ঠান সঞ্চালকের জানতে চান, আপনি যদি অধিনায়ক হন তাহলে আপনার সেরা একাদশে (সর্বকালের সেরা) কে কে থাকবেন?

উত্তরে সময় নিয়ে লিটন বলেছেন, ‘আমি যেহেতু অধিনায়ক, আমি তো থাকবোই (হাসি) । আমি আছি বলে আর উইকেটরক্ষকের প্রয়োজন নেই।’

এরপর নিজের একাদশ সাজান এভাবে, ‘বীরেন্দর শেবাগ, সনাথ জয়াসুরিয়া, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, সাকিব আল হাসান, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুতিয়া মুরালিধরন ও চামিন্দা ভাস।’

লিটন খুব বেশি সময় পাননি নিজের পছন্দের একাদশ বেছে নিতে। যে একাদশ বেছে নিয়েছেন তা বিশ্ব ক্রিকেটে বেশ সমাদৃত।