শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য ঘনাচ্ছে। ইতোমধ্যেই শেফালীর অ্যান্টি-এজিং ওষুধ খাওয়ার বিভিন্ন তথ্য জানা গেছে। অভিনেত্রী কী কী ওষুধ খেতেন, তার তালিকা ডাক্তারদের কাছে চেয়েছে মুম্বাই পুলিশ।
এদিকে এখন শোনা যাচ্ছে, মৃত্যুর আগে অনেকক্ষণ কিছু খাননি অভিনেত্রী। পুজার জন্য উপোস পালন করেছিলেন। কারণ, তার পেটে কোনও খাবার মেলেনি। একেবারে খালি পেট।
মুম্বাই পুলিশ সূত্রের খবর, শেফালীর বাড়িতে দুটি বাক্স ভর্তি ওষুধ পাওয়া গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, মৃত্যুর দিন পুজা উপলক্ষে উপবাস করেছিলেন শেফালী। মানে একেবারেই খালি পেটে ছিলেন। অথচ সেই অবস্থায় শরীরে নিয়েছিলেন গ্লুটাথায়ন ইনজেকশন—যা মূলত এক ধরনের স্কিন গ্লো ও অ্যান্টি-এজিং মেডিসিন হিসেবে পরিচিত।