কলকাতা শিয়ালদা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়ে গেল ৩১ মে শনিবার সকালে আনন্দ মুখর পত্রিকা ও পরিষদের এক বর্ণাঢ্য সাহিত্য সমারোহ।
এ আয়োজনের মূল আহ্বায়ক ছিলেন কবি,সাহিত্যিক ও জাতীয় খেলোয়াড় সংগঠক শ্রী বাদল বর্মন। তার আহ্বানে সাড়া দিয়ে Bengali film Director শ্রী পলাশ বৈরাগী ,বিশিষ্ট সাহিত্যিক পৃথ্বীরাজ সেন সহ অন্যান্য গুণী ব্যক্তিরা মঞ্চে উপস্থিত ছিলেন।
আনন্দ মুখর পত্রিকা ও পরিষদের এ বর্ণাঢ্য সাহিত্য সমারোহে কানায় কানায় পরিপূর্ণ সকল সাহিত্যিকের মাঝে শ্রী বাদল বর্মন কে কলকাতা বঙ্গ সাহিত্য সম্মান-২০২৫ এ ভূষিত করে সন্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অঙ্কিতা কুন্ডু মহাশয়া।
ঢাকা
,
শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :










আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ আয়োজিত অনুষ্ঠিত হলো কলকাতা বঙ্গ সন্মাননা -২০২৫
-
রুদ্রকন্ঠ ডেস্ক :
- আপডেট সময় ১০:২৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- 43
জনপ্রিয় সংবাদ