ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইতিহাস গড়ল ইন্টার-বার্সা Logo ‘কাপুরুষের মতো কাজ, আল্লাহ পাকিস্তানকে রক্ষা করুন’ Logo পাকিস্তানে নিহত বেড়ে ২৬, প্রাণ হারিয়েছেন নারী-শিশুরাও Logo রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১, নগদ টাকা লুটের অভিযোগ Logo গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা Logo প্রধান উপদেষ্টা বরাবর বাংলাদেশ পঞ্চায়েত পার্টির চেয়ারম্যানের ১০০০ শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল চেয়ে চিঠি Logo খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে সাবেক কাউন্সিলর সাদরিল Logo যুবদল নেতা র‌নি’র প‌রিচ‌য়ে প্রভাব বিস্তা‌রের চেষ্টা, পাত্তা দি‌লেন না প্রশাসন ! Logo স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ Logo দেশের পথে খালেদা জিয়া

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইতিহাস গড়ল ইন্টার-বার্সা

১৯৫৫ সাল থেকে শুরু হয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আসর। ২০২৫ সালে এসে পূর্ণ হয়েছে ৭০ বছর। সাত দশকের এই যাত্রায় চ্যাম্পিয়ন্স লিগ দেখেছে বহু নাটকীয়তা। দেখেছে বহু উত্থান-পতনের রাত। তবে সান সিরোতে গতকাল রাতে ইন্টার মিলান এবং বার্সেলোনা যা করেছে, তা একেবারেই বিরল এক দৃশ্য।

অবশ্য শুধু সান-সিরো না। বার্সেলোনা এবং ইন্টার মিলান দুই লেগ মিলিয়েই উপহার দিয়েছে ধ্রুপদী ফুটবলের লড়াই। বার্সেলোনায় ৩-৩ গোলে ড্রয়ের পর মিলান শহরে দুই দলের লড়াই শেষ হলো ৪-৩ গোলে। যেখানে শেষ হাসিটা ইন্টারের। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অ্যাগ্রিগেটে নেরাজ্জুরিরা চলে গেল ১ জুনের ফাইনালে।

দুর্দান্ত লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নিজেদের নামটাও আলাদা করে তুলে রেখেছে বার্সা এবং ইন্টার। ৭০ বছরের এই প্রতিযোগিতায় সেমিফাইনালের মঞ্চে সবচেয়ে বেশি গোলের দেখা মিলেছে এবারই। দুই লেগ মিলিয়ে হয়েছে ১৩ গোল। অবশ্য এই রেকর্ডটা যৌথভাবেই ভাগ করতে হচ্ছে দুই দলকে।

এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের ক্লাব লিভারপুল এবং ইতালিয়ান ক্লাব রোমার মধ্যেকার সেমিফাইনালেও ছিল ১৩ গোল। সেবারে ঘরের মাঠে প্রথম লেগে লিভারপুল ৫-২ গোলে হারায় রোমাকে। তবে ফিরতি লেগে তারা হেরে বসে ৪-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৭-৬ অ্যাগ্রিগেটে ফাইনালে চলে যায় লিভারপুল।

তবে সেবারে ফাইনালে লিভারপুল পেয়েছিল হারের স্বাদ। কিয়েভে গ্যারেথ বেলের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ইংলিশ প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তোলে রিয়াল মাদ্রিদ। ১৩ গোলের থ্রিলার পার করে এবার ফাইনালে গিয়েছে ইন্টার। লিভারপুলের মতো একই ভাগ্য কি বরণ করবে ইন্টারও?

 

এর উত্তর পেতে অবশ্য অপেক্ষা করতে হবে ১ জুনের ফাইনাল পর্যন্ত। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল কিংবা পিএসজি। অতীত বলছে, বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল হলেই নতুন কোনো চ্যাম্পিয়নের দেখা মেলে। দুই দিক থেকেই ইতিহাস যেন ইন্টারেরই বিপক্ষে। তবে এমন দাপুটে পারফরম্যান্সের পর কেবল অতীত দিয়েই ইন্টার মিলানকে যাচাই করাটাই হয়ত দুঃসাহস।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইতিহাস গড়ল ইন্টার-বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইতিহাস গড়ল ইন্টার-বার্সা

আপডেট সময় ০২:০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

১৯৫৫ সাল থেকে শুরু হয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আসর। ২০২৫ সালে এসে পূর্ণ হয়েছে ৭০ বছর। সাত দশকের এই যাত্রায় চ্যাম্পিয়ন্স লিগ দেখেছে বহু নাটকীয়তা। দেখেছে বহু উত্থান-পতনের রাত। তবে সান সিরোতে গতকাল রাতে ইন্টার মিলান এবং বার্সেলোনা যা করেছে, তা একেবারেই বিরল এক দৃশ্য।

অবশ্য শুধু সান-সিরো না। বার্সেলোনা এবং ইন্টার মিলান দুই লেগ মিলিয়েই উপহার দিয়েছে ধ্রুপদী ফুটবলের লড়াই। বার্সেলোনায় ৩-৩ গোলে ড্রয়ের পর মিলান শহরে দুই দলের লড়াই শেষ হলো ৪-৩ গোলে। যেখানে শেষ হাসিটা ইন্টারের। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের অ্যাগ্রিগেটে নেরাজ্জুরিরা চলে গেল ১ জুনের ফাইনালে।

দুর্দান্ত লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নিজেদের নামটাও আলাদা করে তুলে রেখেছে বার্সা এবং ইন্টার। ৭০ বছরের এই প্রতিযোগিতায় সেমিফাইনালের মঞ্চে সবচেয়ে বেশি গোলের দেখা মিলেছে এবারই। দুই লেগ মিলিয়ে হয়েছে ১৩ গোল। অবশ্য এই রেকর্ডটা যৌথভাবেই ভাগ করতে হচ্ছে দুই দলকে।

এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের ক্লাব লিভারপুল এবং ইতালিয়ান ক্লাব রোমার মধ্যেকার সেমিফাইনালেও ছিল ১৩ গোল। সেবারে ঘরের মাঠে প্রথম লেগে লিভারপুল ৫-২ গোলে হারায় রোমাকে। তবে ফিরতি লেগে তারা হেরে বসে ৪-২ গোলে। দুই লেগ মিলিয়ে ৭-৬ অ্যাগ্রিগেটে ফাইনালে চলে যায় লিভারপুল।

তবে সেবারে ফাইনালে লিভারপুল পেয়েছিল হারের স্বাদ। কিয়েভে গ্যারেথ বেলের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ইংলিশ প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তোলে রিয়াল মাদ্রিদ। ১৩ গোলের থ্রিলার পার করে এবার ফাইনালে গিয়েছে ইন্টার। লিভারপুলের মতো একই ভাগ্য কি বরণ করবে ইন্টারও?

 

এর উত্তর পেতে অবশ্য অপেক্ষা করতে হবে ১ জুনের ফাইনাল পর্যন্ত। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল কিংবা পিএসজি। অতীত বলছে, বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল হলেই নতুন কোনো চ্যাম্পিয়নের দেখা মেলে। দুই দিক থেকেই ইতিহাস যেন ইন্টারেরই বিপক্ষে। তবে এমন দাপুটে পারফরম্যান্সের পর কেবল অতীত দিয়েই ইন্টার মিলানকে যাচাই করাটাই হয়ত দুঃসাহস।