ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স

ক্লাব বিশ্বকাপে রূপকথার গল্প লিখে চলেছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। শুক্রবার ফ্লোরিডার অরল্যান্ডোতে সৌদি আরবের আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

এই আসরের আন্ডারডগ প্রথমার্ধে ম্যাথিউস মার্তিনেল্লির গোলে প্রথমে এগিয়ে যায়। বিরতির পর আল হিলাল সমতা ফেরায়, মার্কাস লিওনার্দো করেন গোল।

কিন্তু ফ্লুমিনেন্স হাল ছাড়েনি। ৭০ মিনিটে তারা হারকিউলিসের গোলে লিড পায়। তাতে দুই ক্লাবের প্রথম সাক্ষাতে আল হিলালের বিপক্ষে স্মরণীয় জয় পায় ব্রাজিলিয়ান ক্লাব।

ফ্লুমিনেন্স সেমিফাইনালে খেলবে চেলসি কিংবা পালমেইরাসকে। দুই দল পরের কোয়ার্টার ফাইনাল খেলবে।

হোয়াও কানসেলো বল বিপদমুক্ত করতে পারেননি। তাতে গ্যাব্রিয়েল ফুয়েন্তেস বল পেয়ে বাড়িয়ে দেন মার্তিনেল্লিকে। বাঁ পায়ের উঁচু শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি।

গোলের কিছুক্ষণ পর হলুদ কার্ড দেখে সেমিফাইনালে নিষিদ্ধ থাকছেন মার্তিনেল্লি। তিনি বললেন, ‘অনেক মানুষ আমাদের সম্ভাবনা বিশ্বাস করেনি। কিন্তু প্রতি খেলা ও প্রতিটি পদক্ষেপে আমরা প্রমাণ করেছি যে আমরাও কঠিন হতে পারি। যখন আমরা মাঠে পা রাখি তখন আমাদের দলকে হারানো কঠিন।’

দ্বিতীয়ার্ধের শুরুতে আল হিলাল গোল পেয়ে যায়। কালিদো কুলিবালির হেড লাগে লিওনার্দোর পায়ে, তিনি বল নিয়ন্ত্রণে নিয়ে বেশ কাছ থেকে লক্ষ্যভেদ করেন।

ইন্টার মিলানের বিপক্ষে শেষ ষোলোতে জয়ে বেঞ্চ থেকে উঠে এসে গোল করেন হারকিউলিস। এদিনও মার্তিনেল্লির বদলি হয়ে মাঠে নামেন তিনি। আবারও জাল কাঁপালেন।

ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও ভক্তরা লিভারপুলের প্রয়াত পর্তুগিজ ফরোয়ার্ড ডিওগো জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স

আপডেট সময় ১২:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

ক্লাব বিশ্বকাপে রূপকথার গল্প লিখে চলেছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। শুক্রবার ফ্লোরিডার অরল্যান্ডোতে সৌদি আরবের আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

এই আসরের আন্ডারডগ প্রথমার্ধে ম্যাথিউস মার্তিনেল্লির গোলে প্রথমে এগিয়ে যায়। বিরতির পর আল হিলাল সমতা ফেরায়, মার্কাস লিওনার্দো করেন গোল।

কিন্তু ফ্লুমিনেন্স হাল ছাড়েনি। ৭০ মিনিটে তারা হারকিউলিসের গোলে লিড পায়। তাতে দুই ক্লাবের প্রথম সাক্ষাতে আল হিলালের বিপক্ষে স্মরণীয় জয় পায় ব্রাজিলিয়ান ক্লাব।

ফ্লুমিনেন্স সেমিফাইনালে খেলবে চেলসি কিংবা পালমেইরাসকে। দুই দল পরের কোয়ার্টার ফাইনাল খেলবে।

হোয়াও কানসেলো বল বিপদমুক্ত করতে পারেননি। তাতে গ্যাব্রিয়েল ফুয়েন্তেস বল পেয়ে বাড়িয়ে দেন মার্তিনেল্লিকে। বাঁ পায়ের উঁচু শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি।

গোলের কিছুক্ষণ পর হলুদ কার্ড দেখে সেমিফাইনালে নিষিদ্ধ থাকছেন মার্তিনেল্লি। তিনি বললেন, ‘অনেক মানুষ আমাদের সম্ভাবনা বিশ্বাস করেনি। কিন্তু প্রতি খেলা ও প্রতিটি পদক্ষেপে আমরা প্রমাণ করেছি যে আমরাও কঠিন হতে পারি। যখন আমরা মাঠে পা রাখি তখন আমাদের দলকে হারানো কঠিন।’

দ্বিতীয়ার্ধের শুরুতে আল হিলাল গোল পেয়ে যায়। কালিদো কুলিবালির হেড লাগে লিওনার্দোর পায়ে, তিনি বল নিয়ন্ত্রণে নিয়ে বেশ কাছ থেকে লক্ষ্যভেদ করেন।

ইন্টার মিলানের বিপক্ষে শেষ ষোলোতে জয়ে বেঞ্চ থেকে উঠে এসে গোল করেন হারকিউলিস। এদিনও মার্তিনেল্লির বদলি হয়ে মাঠে নামেন তিনি। আবারও জাল কাঁপালেন।

ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও ভক্তরা লিভারপুলের প্রয়াত পর্তুগিজ ফরোয়ার্ড ডিওগো জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।