ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেওভোগ মাদ্রাসার দুই প্রতারক ৪৯ লক্ষ ৮০হাজার টাকা নিয়ে পালিয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর দেওভোগ মাদ্রাসার পশ্চিম নগর মরহুম খোদাবক্স মেম্বারের ছোট পুত্র আলহাজ্ব ইমরান হোসেন মামুন বক্সের কাছ থেকে ব্যবসার কথা বলে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই দিয়ে এবং নগদ ১২টি চেক দিয়ে ৪২ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়েছে (২ প্রতারক)১ মোহাম্মদ মিজানুর রহমান ও ২ মোঃ ইমরান হোসেন উভয় পিতা, মোঃ মোবারক হোসেন, মাতা মৃত জমিলা খাতুন সাং দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর, থানা ফতুল্লা ,জেলা নারায়ণগঞ্জ।, ব্যাংকে ঐ চেকগুলো জমা দিলে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বলে এর একাউন্টে কোন টাকা পয়সা নেই, এ কথা শুনে মামুন বক্স নিঃস্ব হয়ে ( ২৩- ৪- ২০২৫ )তারিখে দুপুর তিন ঘটিকার সময় প্রথমে ফতুল্লা থানায় পরে র‍্যাব ১১ লিখিতভাবে দুই প্রতারকের নামে অভিযোগ করে। তাদের  ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়, তাদের ব্যবসা প্রতিষ্ঠান (মেসার্স নিউ হক স্টোর)  তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়,  টাকার শোকে মামুন বক্স ঘোষণা করেছে এই দুই প্রতারককে যদি কেউ ধরিয়ে দিতে পারে তাদেরকে যথাযথ পুরস্কারে ঘোষিত করবে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন জানিয়েছে তার কষ্টের টাকা ফেরত পেতে দুই প্রতারককে ধরার জন্য আহ্বান জানিয়েছে ও সব মিডিয়া ভাইয়ের কাছে সাহায্য প্রার্থনা করেছে।

 

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

দেওভোগ মাদ্রাসার দুই প্রতারক ৪৯ লক্ষ ৮০হাজার টাকা নিয়ে পালিয়েছে

আপডেট সময় ০৫:৪৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর দেওভোগ মাদ্রাসার পশ্চিম নগর মরহুম খোদাবক্স মেম্বারের ছোট পুত্র আলহাজ্ব ইমরান হোসেন মামুন বক্সের কাছ থেকে ব্যবসার কথা বলে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই দিয়ে এবং নগদ ১২টি চেক দিয়ে ৪২ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়েছে (২ প্রতারক)১ মোহাম্মদ মিজানুর রহমান ও ২ মোঃ ইমরান হোসেন উভয় পিতা, মোঃ মোবারক হোসেন, মাতা মৃত জমিলা খাতুন সাং দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর, থানা ফতুল্লা ,জেলা নারায়ণগঞ্জ।, ব্যাংকে ঐ চেকগুলো জমা দিলে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা বলে এর একাউন্টে কোন টাকা পয়সা নেই, এ কথা শুনে মামুন বক্স নিঃস্ব হয়ে ( ২৩- ৪- ২০২৫ )তারিখে দুপুর তিন ঘটিকার সময় প্রথমে ফতুল্লা থানায় পরে র‍্যাব ১১ লিখিতভাবে দুই প্রতারকের নামে অভিযোগ করে। তাদের  ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়, তাদের ব্যবসা প্রতিষ্ঠান (মেসার্স নিউ হক স্টোর)  তালাবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়,  টাকার শোকে মামুন বক্স ঘোষণা করেছে এই দুই প্রতারককে যদি কেউ ধরিয়ে দিতে পারে তাদেরকে যথাযথ পুরস্কারে ঘোষিত করবে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন জানিয়েছে তার কষ্টের টাকা ফেরত পেতে দুই প্রতারককে ধরার জন্য আহ্বান জানিয়েছে ও সব মিডিয়া ভাইয়ের কাছে সাহায্য প্রার্থনা করেছে।