ঢাকা , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শান্ত-লিটনদের জন্য পাওয়ার হিটিংয়ে প্রসিদ্ধ কোচ আনছে বিসিবি! Logo কান্নার দৃশ্যে গ্লিসারিন ব্যবহার করতে হয়নি : শুভশ্রী Logo রাজনীতি নয়, অতীত কর্মকাণ্ড ও ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগ হত্যা Logo এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ Logo মদনগঞ্জে আশঙ্কাজনকভাবে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব Logo সুন্দর পরিবেশ এর মধ্যে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন এর ১ম দিনে মনোনয়ন ক্রয় করেছেন ২০ জন প্রার্থী Logo ১৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প, পুতিনকে নিয়ে অসন্তোষ Logo বেনারসি, ভারী গহনায় চমকে দিলেন পরীমণি Logo সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

ফরিদপুরের, ভাঙ্গায় আধিপত্যকে বিস্তার করে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ! নিহত-১ আহত-৪০

স্টাফ রিপোর্টার প্রীতম সরকার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুদ্দুস মোল্লা (৫৫) নামক এক ব্যাক্তি নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ৪০ জন নারী-পুরুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরে অত্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত কুদ্দুস মোল্লা ওই এলাকার প্রয়াত হামেদ মোল্লার ছেলে। উভয় পক্ষের আহত প্রায় ৪০ জন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি এলাকায় কুটনার মোড় নামক স্থানে দবির মাতুব্বর এর দলের সোলেমান মাতুব্বর, বজলু মুন্সীর দলের শাহ আলম মুন্সী কে গালি দেন রোববার রাত ৮ টার দিকে । এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এরপর কুদ্দুস মোল্লাকে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি।

স্থানীয়রা আরও জানান- ওই গ্রামের বজলু মুন্সী ও তার প্রতিপক্ষ দবির মাতুব্বরের মধ্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। রবিবার সন্ধ্যায় মিরাজ মুন্সী নামের এক ব্যাক্তি বজলু মুন্সীর পক্ষ ছেড়ে প্রতিপক্ষের দবির মাতুব্বরের পক্ষে যোগদান করেন। এই নিয়ে আগামীকাল সোমবার দবির মাতুব্বর ও মিরাজ মুন্সীর লোকজন খিচুড়ি ভোজের আয়োজনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা সংঘবদ্ধভাবে ওই গ্রামের মক্রমপট্টি ছোট বাজার এলাকায় তাদের শক্তি প্রদর্শনে মহড়া দেয়। তখন বাজারে থাকা বজলু মুন্সীর পক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়া বাধে। এই নিয়ে রাত সাড়ে ৮ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠি, ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে জড়ায়। যা প্রায় ৩ ঘন্টাব্যাপী চলে। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ সহ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে বজলু মুন্সীর পক্ষের কুদ্দুস মোল্লা নামের এক ব্যাক্তির গলায় ধারালো ট্যাটা বিধে নিহত হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত ৪০ জন।

ঘারুয়া ইউপি চেয়ারম্যান মো: মুনসুর মুন্সী জানান, তিনি ঢাকায় আছেন, রাতে জানতে পারেন গ্রামের দুইটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে ও আহত হয়েছেন অন্তত ৩০-৪০ জন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে সেনাবাহিনীর ফরিদপুর ক্যাম্পে কর্তব্যরত অধিনায়ক (ক্যাপ্টেন) আজমাঈন আবরার বলেন- সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফ হোসেন জানান- তিনি সহ অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) সংঘর্ষের ঘটনায় সরেজমিনে পরিদর্শন করেন। তবে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওসি আরও জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে। সংঘর্ষের ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

শান্ত-লিটনদের জন্য পাওয়ার হিটিংয়ে প্রসিদ্ধ কোচ আনছে বিসিবি!

ফরিদপুরের, ভাঙ্গায় আধিপত্যকে বিস্তার করে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ! নিহত-১ আহত-৪০

আপডেট সময় ০৫:৩৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

স্টাফ রিপোর্টার প্রীতম সরকার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুদ্দুস মোল্লা (৫৫) নামক এক ব্যাক্তি নিহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ৪০ জন নারী-পুরুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী চলে এ সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরে অত্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত কুদ্দুস মোল্লা ওই এলাকার প্রয়াত হামেদ মোল্লার ছেলে। উভয় পক্ষের আহত প্রায় ৪০ জন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি এলাকায় কুটনার মোড় নামক স্থানে দবির মাতুব্বর এর দলের সোলেমান মাতুব্বর, বজলু মুন্সীর দলের শাহ আলম মুন্সী কে গালি দেন রোববার রাত ৮ টার দিকে । এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এরপর কুদ্দুস মোল্লাকে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি।

স্থানীয়রা আরও জানান- ওই গ্রামের বজলু মুন্সী ও তার প্রতিপক্ষ দবির মাতুব্বরের মধ্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। রবিবার সন্ধ্যায় মিরাজ মুন্সী নামের এক ব্যাক্তি বজলু মুন্সীর পক্ষ ছেড়ে প্রতিপক্ষের দবির মাতুব্বরের পক্ষে যোগদান করেন। এই নিয়ে আগামীকাল সোমবার দবির মাতুব্বর ও মিরাজ মুন্সীর লোকজন খিচুড়ি ভোজের আয়োজনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা সংঘবদ্ধভাবে ওই গ্রামের মক্রমপট্টি ছোট বাজার এলাকায় তাদের শক্তি প্রদর্শনে মহড়া দেয়। তখন বাজারে থাকা বজলু মুন্সীর পক্ষের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়া বাধে। এই নিয়ে রাত সাড়ে ৮ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠি, ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে জড়ায়। যা প্রায় ৩ ঘন্টাব্যাপী চলে। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ সহ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে বজলু মুন্সীর পক্ষের কুদ্দুস মোল্লা নামের এক ব্যাক্তির গলায় ধারালো ট্যাটা বিধে নিহত হয়। আহত হয় উভয় পক্ষের অন্তত ৪০ জন।

ঘারুয়া ইউপি চেয়ারম্যান মো: মুনসুর মুন্সী জানান, তিনি ঢাকায় আছেন, রাতে জানতে পারেন গ্রামের দুইটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে ও আহত হয়েছেন অন্তত ৩০-৪০ জন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে সেনাবাহিনীর ফরিদপুর ক্যাম্পে কর্তব্যরত অধিনায়ক (ক্যাপ্টেন) আজমাঈন আবরার বলেন- সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফ হোসেন জানান- তিনি সহ অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) সংঘর্ষের ঘটনায় সরেজমিনে পরিদর্শন করেন। তবে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওসি আরও জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করা হবে। সংঘর্ষের ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।