রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে অলি মাতবর নামের এক যুবদল নেতার বাড়িতে হামলা ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সন্ত্রাসীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করেছে বলে জানা গেছে। শুক্রবার (০২ মে) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার অলি মাতবর গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সদস্য বলে জানা গেছে।
হামলার শিকার অলি মাতবরের ভাই খলিল মাতবর বলেন, পূর্ব বিরোধের জের ধরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী মিলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা ভাংচুর চালায়। এসময় তারা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে। এসময় তারা আমাদের বাড়ির জানালা ভাংচুর করে বাড়ির ভিতরে প্রবেশ করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমাদের বাড়িতে হামলা ভাংচুর শেষে আমার ভাইয়ের অনুসারী সুমনকে সড়কের একা পেয়ে তার হাতে কুপিয়ে জখম করে ও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আমার ভাইয়ের অনুসারী শাওনের বাড়িতে হামলা ভাংচুর চালায়।পরে আরেক অনুসারী শাহজালালের বাড়িতেও হামলা ভাংচুর লুটপাট চালায় তারা। পরে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করতে করতে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ করেবি অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।