ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আইভীকে Logo আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ Logo সাবেক মেয়র আইভী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ভবন মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি Logo প্রাণের বিদ্যাপীঠ সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় -৯৪: পাঠশালার সেই সোনালী দিনগুলো আর ফিরবে না, তবে স্মৃতির পাতায় চিরঅম্লান। Logo সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনি এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডিলার নাহিদের মাদক ব্যাবসা Logo ‘ডাবল টাইমিং’ অভিযোগে অবাক অহনা, প্রশ্ন তুললেন শামীমকে নিয়ে Logo প্লে-অফের আগে ব্যাঙ্গালুরু দলে বড় ধাক্কা, স্কোয়াডে রদবদল Logo ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ: শেহবাজ Logo দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সিডনির প্রেমে মত্ত বেন অ্যাফ্লেক

ব্যক্তিগত জীবনে বেশ রোমান্টিক হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেক। প্রেমিকা কিংবা স্ত্রী হিসাবে নায়িকা, গায়িকারাই তার প্রথম পছন্দ। যদিও অভিনেত্রী জেনিফার গার্নার এবং গায়িকা জেনিফার লোপেজের সঙ্গে তার দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। বরং এই অশান্ত দাম্পত্য জীবনের জন্যও তিনি সুপরিচিত।

গার্নারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, ব্যাটম্যান অভিনেতা খুব বেশিদিন একা থাকেননি। তার জীবনে জুড়ে যান পপ গায়িকা জেনিফার লোপেজ। কিন্তু একসঙ্গে জীবন পার করার কথা থাকলেও সেটা আর হয়নি। তবে, লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর, অ্যাফ্লেক এখন নতুন জীবনসঙ্গী খুঁজতে ব্যস্ত। হয়তো পেয়েও গেছেন। তার ঘনিষ্টজন মার্কিন গণমাধ্যমকে সেটাই বলেছেন।

জানা গেছে, বর্তমানে ‘ইউফোরিয়া’খ্যাত অভিনেত্রী সিডনি সুইনির প্রতি আকৃষ্ট বেন। কারণ, সিডনিও আপাতত একা। কিছুদিন আগেও বাগদত্তা জোনাথন ডেভিনোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কে ছিলেন সিডনি। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে দেন, বাগদানের ইতি টানেন।

এক সাক্ষাতকারে অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র প্রকাশ করেছেন যে, তিনি সিডনির সৌন্দর্যে সম্পূর্ণরূপে মুগ্ধ এবং শিগগিরই তার সঙ্গে দেখা করতে চান। সূত্রটি সিডনি সুইনির প্রতি বেন অ্যাফ্লেকের অনুভূতি সম্পর্কে বলেছেন, ‘অভিনেতা কিছুদিন ধরে সিডনির উপর বেশ ক্রাশ খাচ্ছেন।’ আরও বলেন, ‘পৃথিবীর প্রায় প্রতিটি পুরুষের মতো, বেনও মনে করেন তিনি দারুন আকর্ষণীয়, এবং তিনি সিডনিকে কাছে পাবার সুযোগ পেতে চান।’

এদিকে জোনাথন ডেভিনোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর, সিডনি সুইনি তার ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিয়েছেন। আর ঠিক এ বিষয়টিই বেনকে বেশ ‘কৌতূহলী’ করেছে। কিন্তু সিডনি কী আদৌ বেনের দূর্বলতার কথা জানেন? কিংবা জানলেও তার ডাকে সাড়া দিয়েছেন? গণমাধ্যমে প্রকাশিত অন্য একটি রিপোর্ট বলছে ভিন্ন কথা।

সিডনি সুইনি সম্ভবত তার ‘অ্যানিনি বাট ইউ’ সহ-অভিনেতা গ্লেন পাওয়েলের প্রতিই দূর্বল। প্রস্তাবও নাকি দিয়েছেন এবং উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শুধু তাই নয়, গ্লেনও সিডনির সঙ্গ পাওয়ার চেষ্টা করছিলেন।

যদি এ ঘটনা সত্যি হয় তাহলে বেনের কী হবে? তিনি কী সিডনির জন্য ততদিন অপেক্ষা করবেন, যতদিন না গ্লেনের সঙ্গে তার (সিডনির) সম্পর্ক ভেঙে যায়! বেন ভক্তরা চাইছেন সিডনির সঙ্গে তাদের প্রিয় অভিনেতার জুটি হোক। যদিও দু’জনার বয়সের ব্যবধান বিশাল, ২৫ বছর।

এতোসব জল্পনার মাঝে, সম্প্রতি সিডনি সুইনিকে প্রাক্তন বাগদত্তা জোনাথন ডেভিনোর কুকুরছানাটিকে আলিঙ্গন করতে দেখা গেছে, যেখানে উপস্থিত ছিলেন খোদ জোনাথন! তাহলে, সমীকরণটি কী হলো? সিডনি ফিরছেন পুরনো ঘরে! এদিকে কাজের ক্ষেত্রে, সিডনি বর্তমানে ‘ইউফোরিয়া : সিজন ৩’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আইভীকে

সিডনির প্রেমে মত্ত বেন অ্যাফ্লেক

আপডেট সময় ১২:৫৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ব্যক্তিগত জীবনে বেশ রোমান্টিক হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেক। প্রেমিকা কিংবা স্ত্রী হিসাবে নায়িকা, গায়িকারাই তার প্রথম পছন্দ। যদিও অভিনেত্রী জেনিফার গার্নার এবং গায়িকা জেনিফার লোপেজের সঙ্গে তার দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। বরং এই অশান্ত দাম্পত্য জীবনের জন্যও তিনি সুপরিচিত।

গার্নারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর, ব্যাটম্যান অভিনেতা খুব বেশিদিন একা থাকেননি। তার জীবনে জুড়ে যান পপ গায়িকা জেনিফার লোপেজ। কিন্তু একসঙ্গে জীবন পার করার কথা থাকলেও সেটা আর হয়নি। তবে, লোপেজের সঙ্গে বিচ্ছেদের পর, অ্যাফ্লেক এখন নতুন জীবনসঙ্গী খুঁজতে ব্যস্ত। হয়তো পেয়েও গেছেন। তার ঘনিষ্টজন মার্কিন গণমাধ্যমকে সেটাই বলেছেন।

জানা গেছে, বর্তমানে ‘ইউফোরিয়া’খ্যাত অভিনেত্রী সিডনি সুইনির প্রতি আকৃষ্ট বেন। কারণ, সিডনিও আপাতত একা। কিছুদিন আগেও বাগদত্তা জোনাথন ডেভিনোর সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কে ছিলেন সিডনি। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে দেন, বাগদানের ইতি টানেন।

এক সাক্ষাতকারে অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র প্রকাশ করেছেন যে, তিনি সিডনির সৌন্দর্যে সম্পূর্ণরূপে মুগ্ধ এবং শিগগিরই তার সঙ্গে দেখা করতে চান। সূত্রটি সিডনি সুইনির প্রতি বেন অ্যাফ্লেকের অনুভূতি সম্পর্কে বলেছেন, ‘অভিনেতা কিছুদিন ধরে সিডনির উপর বেশ ক্রাশ খাচ্ছেন।’ আরও বলেন, ‘পৃথিবীর প্রায় প্রতিটি পুরুষের মতো, বেনও মনে করেন তিনি দারুন আকর্ষণীয়, এবং তিনি সিডনিকে কাছে পাবার সুযোগ পেতে চান।’

এদিকে জোনাথন ডেভিনোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর, সিডনি সুইনি তার ক্যারিয়ারের প্রতি মনোযোগ দিয়েছেন। আর ঠিক এ বিষয়টিই বেনকে বেশ ‘কৌতূহলী’ করেছে। কিন্তু সিডনি কী আদৌ বেনের দূর্বলতার কথা জানেন? কিংবা জানলেও তার ডাকে সাড়া দিয়েছেন? গণমাধ্যমে প্রকাশিত অন্য একটি রিপোর্ট বলছে ভিন্ন কথা।

সিডনি সুইনি সম্ভবত তার ‘অ্যানিনি বাট ইউ’ সহ-অভিনেতা গ্লেন পাওয়েলের প্রতিই দূর্বল। প্রস্তাবও নাকি দিয়েছেন এবং উত্তরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শুধু তাই নয়, গ্লেনও সিডনির সঙ্গ পাওয়ার চেষ্টা করছিলেন।

যদি এ ঘটনা সত্যি হয় তাহলে বেনের কী হবে? তিনি কী সিডনির জন্য ততদিন অপেক্ষা করবেন, যতদিন না গ্লেনের সঙ্গে তার (সিডনির) সম্পর্ক ভেঙে যায়! বেন ভক্তরা চাইছেন সিডনির সঙ্গে তাদের প্রিয় অভিনেতার জুটি হোক। যদিও দু’জনার বয়সের ব্যবধান বিশাল, ২৫ বছর।

এতোসব জল্পনার মাঝে, সম্প্রতি সিডনি সুইনিকে প্রাক্তন বাগদত্তা জোনাথন ডেভিনোর কুকুরছানাটিকে আলিঙ্গন করতে দেখা গেছে, যেখানে উপস্থিত ছিলেন খোদ জোনাথন! তাহলে, সমীকরণটি কী হলো? সিডনি ফিরছেন পুরনো ঘরে! এদিকে কাজের ক্ষেত্রে, সিডনি বর্তমানে ‘ইউফোরিয়া : সিজন ৩’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।