ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আইভীকে Logo আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ Logo সাবেক মেয়র আইভী গ্রেপ্তার Logo সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ভবন মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি Logo প্রাণের বিদ্যাপীঠ সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় -৯৪: পাঠশালার সেই সোনালী দিনগুলো আর ফিরবে না, তবে স্মৃতির পাতায় চিরঅম্লান। Logo সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনি এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডিলার নাহিদের মাদক ব্যাবসা Logo ‘ডাবল টাইমিং’ অভিযোগে অবাক অহনা, প্রশ্ন তুললেন শামীমকে নিয়ে Logo প্লে-অফের আগে ব্যাঙ্গালুরু দলে বড় ধাক্কা, স্কোয়াডে রদবদল Logo ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ: শেহবাজ Logo দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ভূমিদস্যু খোকনের খুঁটির জোর কোথায়

বন্দর ইউনিয়নের কুলচরিত্র উলাখ এলাকার আস মাহামুদ উরুফে খোকন এক অভিশাপের নাম। তার কাজ একটাই ছলে বলে কৌশলে মানুষের সম্পদ লুটপাট চাঁদাবাজি ও ভূমিদস্যুতা করা। ইতিপূর্বে সে নিরীহ মানুষের সম্পদ লুটপাট চাদাবাজী ও ভূমিদস্যুতার অভিযোগে একাধিকবার গ্রেফতার হয়। জেল থেকে বের হয়ে আবার সে অপরাধের নেশায় মেতে উঠে এলাকায় রয়েছে তার একটি দস্যু বাহিনী। গত বিশ এপ্রিল আউয়াল নামে বাড়ি খালি এলাকার এক নিরীহ ব্যক্তি বন্দর ইউনিয়নের চেয়ারম্যান বরাবর ভূমিদস্যু খোকনকে ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার কাগজপত্র না দেওয়ার জন্য একটি আবেদন করেন। আবেদনে বলেন ভূমিদস্যু আস মাহামুদ উরুফে খোকন তার আত্মীয় মরহুমা হামিদা খাতুন এর সম্পদ গ্রাস করার নেশায় মেতে উঠেছে। হামিদা খাতুন ২৭ বছর পূর্বে মারা যান। মৃত্যু কালে ওয়ারিশ হিসেবে একমাত্র ছেলে কে রেখে যান। হামিদা খাতুন এর ছেলের নাম আমির হামজা। আমির হামজা একজন প্রবাসী। আমির হামজা ২০০৭ সালে তার পৈতৃক সমস্ত সম্পদ বিক্রি করে দেন। আমি ও আমার প্রতিবেশী সমস্ত সম্পদ ক্রয় করে রাখি। ভূমিদস্যু খোকন হামিদা খাতুন কে নিঃসন্তান দাবি করে চেয়ারম্যান অফিস থেকে ওয়ারিস সার্টিফিকেট তোলার চেষ্টা করতেছে। সে মিথ্যা সাক্ষী তৈরি করে এসব করতেছে। তথ্যসূত্রে আরো জানা যায় ভূমিধস্যু খোকন আমির হামজার জন্ম নিবন্ধন ডাটা সেন্টার থেকে সরিয়ে ফেলার চেষ্টা করতেছে এ ব্যাপারে গত ২৮শে জানুয়ারি ২০২৫ আমির হামজার পক্ষে তার মামা নুরুজ্জামান সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এলাকার নিরীহ মানুষের দাবি ভূমিদস্যুরা যদি এখনো এভাবে মানুষের ক্ষতি করেন এদের কাছে গ্রামের সাধারণত জনগন থেকে প্রবাসীরা কেউ নিরাপদ নন। এ ব্যাপারে তারা সরকারের। হস্তক্ষেপ জরুরী মনে করেন। ও জানতে চান সব সরকারের সময় ভূমিদস্যু খোকনের ক্ষমতা
প্রভাব খোকনের খুঁটির জোর কোথায়?

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আইভীকে

ভূমিদস্যু খোকনের খুঁটির জোর কোথায়

আপডেট সময় ০৯:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বন্দর ইউনিয়নের কুলচরিত্র উলাখ এলাকার আস মাহামুদ উরুফে খোকন এক অভিশাপের নাম। তার কাজ একটাই ছলে বলে কৌশলে মানুষের সম্পদ লুটপাট চাঁদাবাজি ও ভূমিদস্যুতা করা। ইতিপূর্বে সে নিরীহ মানুষের সম্পদ লুটপাট চাদাবাজী ও ভূমিদস্যুতার অভিযোগে একাধিকবার গ্রেফতার হয়। জেল থেকে বের হয়ে আবার সে অপরাধের নেশায় মেতে উঠে এলাকায় রয়েছে তার একটি দস্যু বাহিনী। গত বিশ এপ্রিল আউয়াল নামে বাড়ি খালি এলাকার এক নিরীহ ব্যক্তি বন্দর ইউনিয়নের চেয়ারম্যান বরাবর ভূমিদস্যু খোকনকে ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার কাগজপত্র না দেওয়ার জন্য একটি আবেদন করেন। আবেদনে বলেন ভূমিদস্যু আস মাহামুদ উরুফে খোকন তার আত্মীয় মরহুমা হামিদা খাতুন এর সম্পদ গ্রাস করার নেশায় মেতে উঠেছে। হামিদা খাতুন ২৭ বছর পূর্বে মারা যান। মৃত্যু কালে ওয়ারিশ হিসেবে একমাত্র ছেলে কে রেখে যান। হামিদা খাতুন এর ছেলের নাম আমির হামজা। আমির হামজা একজন প্রবাসী। আমির হামজা ২০০৭ সালে তার পৈতৃক সমস্ত সম্পদ বিক্রি করে দেন। আমি ও আমার প্রতিবেশী সমস্ত সম্পদ ক্রয় করে রাখি। ভূমিদস্যু খোকন হামিদা খাতুন কে নিঃসন্তান দাবি করে চেয়ারম্যান অফিস থেকে ওয়ারিস সার্টিফিকেট তোলার চেষ্টা করতেছে। সে মিথ্যা সাক্ষী তৈরি করে এসব করতেছে। তথ্যসূত্রে আরো জানা যায় ভূমিধস্যু খোকন আমির হামজার জন্ম নিবন্ধন ডাটা সেন্টার থেকে সরিয়ে ফেলার চেষ্টা করতেছে এ ব্যাপারে গত ২৮শে জানুয়ারি ২০২৫ আমির হামজার পক্ষে তার মামা নুরুজ্জামান সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এলাকার নিরীহ মানুষের দাবি ভূমিদস্যুরা যদি এখনো এভাবে মানুষের ক্ষতি করেন এদের কাছে গ্রামের সাধারণত জনগন থেকে প্রবাসীরা কেউ নিরাপদ নন। এ ব্যাপারে তারা সরকারের। হস্তক্ষেপ জরুরী মনে করেন। ও জানতে চান সব সরকারের সময় ভূমিদস্যু খোকনের ক্ষমতা
প্রভাব খোকনের খুঁটির জোর কোথায়?