নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন রেলগেইটে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর -০২ শাখা অফিস উদ্বোধন, প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
৬ জুলাই রবিবার সকালে শাখার অফিস কার্যালয় (সাবেক আলহাজ্ব হান্নান সরকার কাউন্সিলর) এর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শাখা অফিস উদ্বোধন, প্রশিক্ষণ ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ব্যবস্হাপনা পরিচালক ও সিইও – মোঃ শাহ্ জামাল হাওলাদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের সহকারী ব্যবস্হাপনা পরিচালক- শরীফ মোঃ শহিদুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা বিভাগীয় প্রধান – মোঃ মাহমুদুল ইসলাম এবং ইভিপি সেলস এ্যান্ড মার্কেটিং এর – মোঃ নজরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ বন্দর অফিস -০২ এর ব্রাঞ্চ ম্যানেজার ও ইনচার্জ- শাহানাজ আক্তার মুক্তা।
উদ্বোধনী, প্রশিক্ষণ ও উন্নয়ন সভায় উপস্থিত সকলেই তাদের বক্তব্যে মানব জীবনে জীবন বীমার গুরুত্ব বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং জীবন বীমা পলিসি করার জন্য উৎসাহ প্রদান করেন ।
এ সময় এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর নারায়ণগঞ্জ শাখা কার্যালয়ের মধ্যে উপস্থিত ছিলেন, ইউ,এম- সিদ্দীক, ইউ,এম- শাহনাজ আক্তার সাথী, এফ,এ তামান্না, বীমা কর্মী নুসরাত ও তাবাসসুম ঝুমি, সহ স্হানীয় এলাকার গন্যমান্য অনেক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নারায়নগঞ্জ শাখার ডেপোটি জেনারেল ম্যানেজার- ওমর ফারুক।