সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আজিজুল হাকিম নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রাশেদুল।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবারে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রাশেদুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আজিজুল হাকিমকে গ্রেফতার করে। আজিজুল হাকিম ইসলামী ব্যাংক কাঁচপুর শাখার চেকের মামলার সাজাপ্রাপ্ত আসামী।
জানা যায়, আজিজুল হাকিম গ্রেফতারের এড়াতে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় আত্মগোপন করে ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রাশেদুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি আজিজুল হাকিমকে গ্রেফতার করা হয়। তিনি ইসলামী ব্যাংক কাঁচপুর শাখার চেক মামলায় সাজাপ্রাপ্ত আসামী হোন।
ইসলামী ব্যাংক কাঁচপুর শাখার ম্যানেজার মোঃ নাজমুল হাসান বলেন, আজিজুল হাকিম ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে তার পরিশোধ করেনি। তাকে টাকা পরিশোধ করার জন্য বারবার নোটিশ করা সত্ত্বেও তিনি সারা দেননি। তাই আজিজুল হাকিম এর বিরুদ্ধে চেক মামলা দায়ের করা হয়। এ মামলা তিনি সাজাপ্রাপ্ত হন।
আজিজুল হাকিম এর বিরুদ্ধে সি আর মামলা নং ৮১/২৩, তারিখ ২৫-০৭-২০২৩ সেশন মামলা নং ৬৯২/২৪ দায়ের করা হয়। এই মামলায় আদালতে তিনি সাজাপ্রাপ্ত হন। আজিজুল হাকিম এর কাছে ইসলামী ব্যাংক এখনো পর্যন্ত ১৬,৪৬৫০০ টাকা পাওনা রয়েছেন এবং আজিজুল হাকিম এর বিরুদ্ধে আরও ইসলামী ব্যাংকের চেকের মামলা বিচারাধীন রয়েছে।