সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে – চিটাগাং রোড রেন্ট এ কারে ব্যাপক চাঁদাবাজিতে অসন্তুষ্ট মালিক ও চালকরা। বিশেষ সূত্রে জানা গেছে, ৫ ই আগস্ট এর পর থেকে চিটাগাংরোড রেন্ট এ কার ব্যাপক অনিয়ম চলছে। নির্বাচিত কোন কমিটি না থাকায় আওয়ামী লীগের দোসররা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে রেন্ট-এ-কার স্ট্যান্ডে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সময়ে চিটাগাং রোড রেন্ট এ কারের সাধারণ সম্পাদক সাইফুল ও অহিদুল ইসলাম বর্তমানে রেন্ট এ কারে নতুন গাড়ি ভর্তি হওয়ার জন্য গাড়ি প্রতি ৮/১০ হাজার টাকা আদায় করছে । নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় গাড়ির মালিক বলেন, এ পর্যন্ত ৩০-৪০টি নতুন গাড়ি ভর্তি হয়েছে। প্রতি মাসে গাড়ি প্রতি ৬০০ টাকা আদায় করছে। চিটাগাং রোড রেন্ট এ কারে বর্তমানে ২৬০ টি গাড়ি তালিকাভুক্ত রয়েছে। চিটাগাং রোড রেন্টে এ কার স্ট্যান্ড থেকে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠানো হচ্ছে। কেউ হিসাব চাইলে তারা পুলিশ এর ভয় দেখায়। নিজেদের পকেটে টাকা ঢুকিয়ে -পুলিশ প্রশাসন সহ গণমাধ্যম কর্মীদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে । রমজান মাস উপলক্ষে ইফতারের নামে খরচের ভাউচার তৈরি করা হচ্ছে। প্রতিদিনের আয়- ব্যয় হিসাব তারা রাখেনা। নিজেদের ইচ্ছেমতো ফান্ডের সব টাকা খরচ করে। সাধারণ ড্রাইভার ও মালিকরা কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। সিমরাইলের আলমগীর, ৪ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন, আউলা বণের শফিকুল ইসলাম শফিক চিটাগাং রোড রেন্ট এ কার স্ট্যান্ড পরিচালনা করছে বলে জানা গেছে। সৎ , যোগ্য, দায়িত্বশীল ব্যক্তির কাছে চিটাগাংরোড রেন্ট এ কারের দায়িত্ব দেওয়া না হলে, চালক ও মালিকদের সুযোগ-সুবিধা ও বিপদে আপদে এইসব পাতি নেতারা পাশে থাকবে না বলে মনে করছে সাধারণ ড্রাইভাররা।
ঢাকা
,
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :










চিটাগাং রোড রেন্ট এ কার স্ট্যান্ডে ব্যাপক চাঁদাবাজি
-
রুদ্রকন্ঠ ডেস্ক :
- আপডেট সময় ১১:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- 14
জনপ্রিয় সংবাদ