প্রথম জীবনে গোবিন্দ তার স্ত্রী সুনীতা আহুজাকে লুকিয়ে রেখেছিলেন সবার থেকে। ভেবেছিলেন, বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে! তবে বছর তিনেকের মাথায় সবাইকে জানান তিনি বিবাহিত। তার পর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন।
এবার দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের সুর। একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা। দুই সন্তানকে নিয়ে আলাদা বাসায় থাকছেন বলে সম্প্রতি জানিয়েছেন সুনীতা। তাদের ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন গোবিন্দ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা এ সব কথা জানানোর পর থেকেই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু। দীর্ঘ দিন বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবেই পরিচিত ছিলেন তারা। শোনা যাচ্ছে, এই বয়সে পরকীয়ায় জড়িয়েছেন নায়ক! প্রায় অর্ধেক বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ-সুনীতার বিয়ে ভাঙছে। যদিও এই বিষয়ে অভিনেতা এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।