ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি Logo শরীয়তপুরের রুদ্রকর মঠ ধ্বংসের দ্বারপ্রান্তে Logo নারায়ণগঞ্জের সকল গ্লানি ও দূর্নাম মুছে ফেলতে হবে : গিয়াসউদ্দিন Logo নাঃগঞ্জ বন্দর রেলগেইটে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ২য় শাখা অফিস উদ্বোধন Logo গোদনাইল পদ্মা অয়েলের নতুন কমিটিতে আওয়ামী লীগের দোসরদের হাতে Logo শামীম ওসমানদের মত গুন্ডাবাহিনীর হুংকারে বিএনপি কখনো রাজপথ ছাড়েনি-রাসেল Logo ‘নারীদের প্রতি সমাজ-রাষ্ট্রের এক ধরণের অবহেলা আছে’ Logo ৭ জুলাই : বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা Logo মধ্যরাতে নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা Logo গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

রুট অনুযায়ী রঙ হবে ইজিবাইকের, রাস্তায় যাত্রী তুলবে না বাস : ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেছেন, এ শহরের যানজট আরও বিশ বছরেও ঠিক হবে না যদি আমরা গুড ইনটেনশন নিয়ে কাজ না করি। আমি যখন এখানে চাকরি করতে এসেছি। জয়েন করার পরেই আমার কাছে মনে হয়েছে প্রথম সমস্যা হল যানজট। এ সমস্যা কীভাবে সমাধান করবো সেটা নিয়ে পরিকল্পনা করেছি। আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি। আমি এখানে জয়েন করার পরের দিন কম্বল বিতরণ করতে যাওয়ার সময় রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। তখন রাস্তার মানুষ বলছিল উনি বুঝে যাক জ্যাম কী। মানুষের মাঝে এই ক্ষোভ কারণ আমরা পারছি না। কিন্তু আমাদের পারতে হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে শহরের যানজট নিরসনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যানজট নিরসনে অনেকগুলো ডিপার্টমেন্ট জড়িত। আপনারা সহজেই বলতে পারেন। কিন্তু আমাদের সীমিত জায়গায় কাজ করতে হয়। আমাকে সকলকে নিয়ে কাজ করতে হবে। তাহলেই এটা সফল হবে।

তিনি বলেন, আমরা সব সমস্যা হয়ত একসাথে সমাধান করতে পারবো না। এখানে সরকারের পলিসি ও আর্থিক বিষয় রয়েছে। আমাদের ইজিবাইক অন্যতম সমস্যা। এগুলোকে কয়েকটি পয়েন্ট থেকে যদি ঘুরিয়ে দিতে পারি। যে যে রুটের জন্য দেয়া সেই রুটের জন্য কালার করে রুট নির্ধারণ করে দিতে পারলে এর প্রাথমিক সমাধান পাওয়া যেতে পারে। ইজিবাইক গুলোতে কালার করে রুট লিখে দিয়ে নাম্বার করে দিতে পারি।

তিনি আরও বলেন, চাষাঢ়া মোড়ে কোন বাস থামিয়ে যাত্রী তুলতে পারবে না৷ এখানে বাসগুলো যাত্রী ওঠানোর প্রতিযোগীতা করে। এর ফলে দুর্ঘটনাও ঘটে। আমরা সতর্ক করে দিচ্ছি, আপনারা রাস্তা থেকে যাত্রী ওঠাতে পারবেন না।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি

রুট অনুযায়ী রঙ হবে ইজিবাইকের, রাস্তায় যাত্রী তুলবে না বাস : ডিসি

আপডেট সময় ০২:৩৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেছেন, এ শহরের যানজট আরও বিশ বছরেও ঠিক হবে না যদি আমরা গুড ইনটেনশন নিয়ে কাজ না করি। আমি যখন এখানে চাকরি করতে এসেছি। জয়েন করার পরেই আমার কাছে মনে হয়েছে প্রথম সমস্যা হল যানজট। এ সমস্যা কীভাবে সমাধান করবো সেটা নিয়ে পরিকল্পনা করেছি। আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি। আমি এখানে জয়েন করার পরের দিন কম্বল বিতরণ করতে যাওয়ার সময় রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। তখন রাস্তার মানুষ বলছিল উনি বুঝে যাক জ্যাম কী। মানুষের মাঝে এই ক্ষোভ কারণ আমরা পারছি না। কিন্তু আমাদের পারতে হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে শহরের যানজট নিরসনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, যানজট নিরসনে অনেকগুলো ডিপার্টমেন্ট জড়িত। আপনারা সহজেই বলতে পারেন। কিন্তু আমাদের সীমিত জায়গায় কাজ করতে হয়। আমাকে সকলকে নিয়ে কাজ করতে হবে। তাহলেই এটা সফল হবে।

তিনি বলেন, আমরা সব সমস্যা হয়ত একসাথে সমাধান করতে পারবো না। এখানে সরকারের পলিসি ও আর্থিক বিষয় রয়েছে। আমাদের ইজিবাইক অন্যতম সমস্যা। এগুলোকে কয়েকটি পয়েন্ট থেকে যদি ঘুরিয়ে দিতে পারি। যে যে রুটের জন্য দেয়া সেই রুটের জন্য কালার করে রুট নির্ধারণ করে দিতে পারলে এর প্রাথমিক সমাধান পাওয়া যেতে পারে। ইজিবাইক গুলোতে কালার করে রুট লিখে দিয়ে নাম্বার করে দিতে পারি।

তিনি আরও বলেন, চাষাঢ়া মোড়ে কোন বাস থামিয়ে যাত্রী তুলতে পারবে না৷ এখানে বাসগুলো যাত্রী ওঠানোর প্রতিযোগীতা করে। এর ফলে দুর্ঘটনাও ঘটে। আমরা সতর্ক করে দিচ্ছি, আপনারা রাস্তা থেকে যাত্রী ওঠাতে পারবেন না।