অভিনয় ও নৃত্যশৈলীর মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন নোরা ফাতেহি। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে যাচ্ছেন নোরা। সেখানে এক মিউজিক অ্যালবামের কাজে থাকবেন তিনি। এরই মধ্যে গুঞ্জন ওঠে, অভিনয় ছাড়তে চলেছেন নোরা, সেই সঙ্গে বলিউডও ছাড়তে চলেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারও জন্য নিজের জায়গা ছেড়ে দেব তা হলে আপনি ভুল, এটা ভাবা হাস্যকর। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব আমি। যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব।’
নোরা আরও বলেন, ‘আমার মোট তিনটি জগৎ রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম।’ আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ নামের একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন নোরা ফাতেহি।