ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আড়াইহাজারে সম্পত্তির বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মিলন মিয়া (৫০) নামে ট্রলারের মালিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ( ১৮ জানুয়ারি) দুপুরে মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানাগর গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটে।

নিহত মিলন মৃত নোয়াব আলীর ছেলে। সে আড়াইহাজার থেকে সোনারগা এলাকা দিয়ে মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করে।
এ ঘটনায় নিহতের ভাই জহর আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিহত মিলন মিয়ার ভাতিজা কবির হোসেন জানান, ওই গ্রামের মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ইসমাইলের নেতৃত্বে মতিন, সুফিয়ান, আরিফ, সাজোয়ারসহ আরো বেশ কয়েকজন মিলনকে পিটিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের উপর পরবর্তী আইনগত কার্যক্রম চলবে। নিহতের শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে সম্পত্তির বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১০:০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মিলন মিয়া (৫০) নামে ট্রলারের মালিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ( ১৮ জানুয়ারি) দুপুরে মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানাগর গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটে।

নিহত মিলন মৃত নোয়াব আলীর ছেলে। সে আড়াইহাজার থেকে সোনারগা এলাকা দিয়ে মেঘনা নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করে।
এ ঘটনায় নিহতের ভাই জহর আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিহত মিলন মিয়ার ভাতিজা কবির হোসেন জানান, ওই গ্রামের মতিন এবং প্রতিপক্ষ জহর আলী গংদের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে ইসমাইলের নেতৃত্বে মতিন, সুফিয়ান, আরিফ, সাজোয়ারসহ আরো বেশ কয়েকজন মিলনকে পিটিয়ে আহত করে। স্বজনরা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের উপর পরবর্তী আইনগত কার্যক্রম চলবে। নিহতের শরীরে দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই।