ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অভিনয় নিয়মিত করতে চাই : নীল

উপস্থাপিকা হিসেবেই পরিচিতি পেয়েছেন নীল হুরেজাহান। তবে মাঝেমধ্যে তাকে অভিনয়েও দেখা যায়। সম্প্রতি প্রকাশ পেল তার অভিনীত ওয়েব ফিল্ম রিয়াদ মাহমুদ পরিচালিত ‘সেকশন ৩০২’। একজন রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এর আগে দীপ্ত প্লেতে প্রকাশিত ওয়েব ফিল্ম ফরহাদ আহমেদ পরিচালিত ‘ক্রিমিনালস’-এ অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছিলেন নীল হুরেজাহান।

বর্তমানে অভিনয় নিয়ে মনোযোগী হয়েছেন তিনি। নীল হুরেজাহান বলেন, ‘গল্প এবং চরিত্র ভালো হওয়ার পাশাপাশি পুরো টিমওয়ার্কটা যদি ভালো হয়, তা হলে অভিনয়ে নিয়মিত থাকার ইচ্ছে আছে। সামনে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে কিছু ভালো প্রজেক্টে কাজ করার পরিকল্পনা চলছে। আমি অভিনয়টা নিয়মিত করতে চাই।’

নীল হুরেজাহান বর্তমানে চ্যানেল টোয়েন্টি ফোরের ‘ইটস অ্যামাজিং’, একুশে টিভির ‘রূপলাবণ্য’ ও নাগরিক টিভিতে একটি স্পোর্ট শোর উপস্থাপনা করছেন। এ ছাড়া নিয়মিত স্টেজ শো রয়েছেই। ‘শিরোনামহীন’ ব্যান্ডের ‘অবেলায় ২’ গানের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। শিগগিরই গানটি প্রকাশ পাবে। এ ছাড়াও নীলের উপস্থাপনায় ছয় পর্বের ‘টেক শো’ প্রচারে আসবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

অভিনয় নিয়মিত করতে চাই : নীল

আপডেট সময় ১১:৩৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

উপস্থাপিকা হিসেবেই পরিচিতি পেয়েছেন নীল হুরেজাহান। তবে মাঝেমধ্যে তাকে অভিনয়েও দেখা যায়। সম্প্রতি প্রকাশ পেল তার অভিনীত ওয়েব ফিল্ম রিয়াদ মাহমুদ পরিচালিত ‘সেকশন ৩০২’। একজন রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এর আগে দীপ্ত প্লেতে প্রকাশিত ওয়েব ফিল্ম ফরহাদ আহমেদ পরিচালিত ‘ক্রিমিনালস’-এ অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছিলেন নীল হুরেজাহান।

বর্তমানে অভিনয় নিয়ে মনোযোগী হয়েছেন তিনি। নীল হুরেজাহান বলেন, ‘গল্প এবং চরিত্র ভালো হওয়ার পাশাপাশি পুরো টিমওয়ার্কটা যদি ভালো হয়, তা হলে অভিনয়ে নিয়মিত থাকার ইচ্ছে আছে। সামনে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে কিছু ভালো প্রজেক্টে কাজ করার পরিকল্পনা চলছে। আমি অভিনয়টা নিয়মিত করতে চাই।’

নীল হুরেজাহান বর্তমানে চ্যানেল টোয়েন্টি ফোরের ‘ইটস অ্যামাজিং’, একুশে টিভির ‘রূপলাবণ্য’ ও নাগরিক টিভিতে একটি স্পোর্ট শোর উপস্থাপনা করছেন। এ ছাড়া নিয়মিত স্টেজ শো রয়েছেই। ‘শিরোনামহীন’ ব্যান্ডের ‘অবেলায় ২’ গানের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। শিগগিরই গানটি প্রকাশ পাবে। এ ছাড়াও নীলের উপস্থাপনায় ছয় পর্বের ‘টেক শো’ প্রচারে আসবে।