ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরে শিবির-ছাত্র অধিকার পরিষদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি

শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের সঙ্গে ছাত্রদলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে ধানুকা এলাকায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবিতে দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে দিতে কলেজের মূল গেট দিয়ে বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে এলে তাদের গতিরোধ করেন ছাত্রদলের কয়েকজন নেতা। এসময় তারা বিক্ষোভ মিছিলে ছাত্রদলকে কেন নেওয়া হয়নি জানতে চান এবং ছাত্রদলকে সঙ্গে রাখতে বলেন।

তবে মিছিলরত শিক্ষার্থীরা তাদের কথা উপেক্ষা করে পুনরায় মিছিল করতে শুরু করলে ছাত্রদল কর্মীরা পুনরায় মিছিলটিকে থামিয়ে শেখ লুৎফুর রহমান ভবনের সামনে নিয়ে যান। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ছাত্রদলের কয়েকজন কর্মী এক শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে কলেজের ছাত্রদল নেতা শাহীন ঢালী ও শিবির নেতা সাখাওয়াতের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।

 

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে শিবির-ছাত্র অধিকার পরিষদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি

আপডেট সময় ০৪:০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের সঙ্গে ছাত্রদলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে ধানুকা এলাকায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবিতে দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে দিতে কলেজের মূল গেট দিয়ে বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে এলে তাদের গতিরোধ করেন ছাত্রদলের কয়েকজন নেতা। এসময় তারা বিক্ষোভ মিছিলে ছাত্রদলকে কেন নেওয়া হয়নি জানতে চান এবং ছাত্রদলকে সঙ্গে রাখতে বলেন।

তবে মিছিলরত শিক্ষার্থীরা তাদের কথা উপেক্ষা করে পুনরায় মিছিল করতে শুরু করলে ছাত্রদল কর্মীরা পুনরায় মিছিলটিকে থামিয়ে শেখ লুৎফুর রহমান ভবনের সামনে নিয়ে যান। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ছাত্রদলের কয়েকজন কর্মী এক শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে কলেজের ছাত্রদল নেতা শাহীন ঢালী ও শিবির নেতা সাখাওয়াতের চেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।