ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, আড়াইহাজার থানা প্রেসক্লাব, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।

সাংবাদিকরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সাড়ে ১২টার দিকে ইউএনও সাইফুল ইসলাম দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, গত ৭ মে রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে সমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে রিয়াজ হোসেনের ওপর হামলা চালায় ফারুক মোল্লা ও তার পরিবারের সদস্যরা। এ সময় তাকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। বন্ধুকে বাঁচাতে গেলে মাসুদ চৌধুরীকেও মারধর করা হয়।

বর্তমানে রিয়াজ হোসেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ৭ জন নামীয়সহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন রিয়াজের ছোট ভাই।
এদিকে হামলাকারীরা হয়রানিমূলক মামলার হুমকি দিচ্ছে এবং সামাজিক মাধ্যমে রিয়াজের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে, যার ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ১০:৫৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, আড়াইহাজার থানা প্রেসক্লাব, আড়াইহাজার রিপোর্টার্স ক্লাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।

সাংবাদিকরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সাড়ে ১২টার দিকে ইউএনও সাইফুল ইসলাম দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, গত ৭ মে রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে সমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে রিয়াজ হোসেনের ওপর হামলা চালায় ফারুক মোল্লা ও তার পরিবারের সদস্যরা। এ সময় তাকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। বন্ধুকে বাঁচাতে গেলে মাসুদ চৌধুরীকেও মারধর করা হয়।

বর্তমানে রিয়াজ হোসেন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ৭ জন নামীয়সহ অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন রিয়াজের ছোট ভাই।
এদিকে হামলাকারীরা হয়রানিমূলক মামলার হুমকি দিচ্ছে এবং সামাজিক মাধ্যমে রিয়াজের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে, যার ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার।