চিঠিটি হুবহু নিন্মে তুলে ধরা হলো:-
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়- “আসসালামু আলাইকুম”
শুভেচ্ছা নিবেন, আপনার ব্যক্তি পরিচয় ও সুদক্ষ রাষ্ট্র পরিচালনার কারণে চীন সরকার বাংলাদেশে ১০০০ শয্যা বিশিষ্ট ৩টি হাসপাতাল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের সকলস্তরের নাগরিক আপনার প্রতি কৃতজ্ঞ।
ঢাকা বিভাগের (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, চাঁদপুর জেলার বৃহত্তর জনগোষ্ঠী দীর্ঘদিন যাবৎ সু-চিকিৎসা থেকে বঞ্চিত। উল্লেখিত জেলাগুলোতে মানসম্পন্ন হাসপাতাল না থাকায় মানুষ জরুরী চিকিৎসা সেবা গ্রহনের পূর্বেই অঘটন ঘটে যায়। এ সকল জেলাগুলোতে দীর্ঘদিন যাবত একটি বৃহৎ পরিসরের হাসপাতালে জন্য নানা তৎপর চালিয়েও সফলতার মুখ দেখতে পারেনি।
বর্তমানে চীন সরকারের অর্থায়নে তিনটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব আসায় আমরা নারায়ণগঞ্জ তথা মুন্সিগঞ্জ, ফরিদপুর, নরসিংদী চাঁদপুরের অবহেলিত জনসাধারণ আশার আলো দেখতে পাচ্ছি। তাই আপনার নিকট ৩টি হাসপাতালের মধ্যে নারায়ণগঞ্জে একটি ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের জন্য আবেদন জানাচ্ছি। কারণ নারায়ণগঞ্জ এর সাথে সড়ক ও নৌ-পথে মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, চাঁদপুরের জনসাধারণের সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
প্রাচ্যের ডান্ডিক্ষেত আমাদের নারায়ণগঞ্জে দুটি হাসপাতাল থাকলেও স্থানীয় মানুষের কাঙ্খিত সেবা দিতে কার্যত ব্যর্থ। তাই ১০০০ শয্যা বিশিষ্ট বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ হাসপাতাল নির্মান করলে একদিকে স্থানীয় লোকজন যেমন সুবিধা পাবে তেমনই পার্শবর্তী জেলাগুলোও উপকৃত হবে। আপনার সুদৃষ্টি কামনা করছি।
রহিম শেখ
চেয়ারম্যান
বাংলাদেশ পঞ্চায়েত পার্টি