ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অটোরিক্সা চোরেরা প্রতিবন্ধী গোলাম রাব্বির প্রতিও দয়া হলোনা! নিয়ে গেলো অটোরিক্সা

প্রতিবন্ধী গোলাম রাব্বি, পিতা আলমগীর (পঙ্গু), তাদের গ্রামের বাড়ি কোথায় বলতে পারে না। তবে বহুদিন যাবত পঙ্গু বাবা ও ছোট দুই ভাইকে নিয়ে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় থাকে। সংসার চালানোর একমাত্র উপার্জন কারী এই প্রতিবন্ধী গোলাম রাব্বি। সারাদিন অটোরিক্সা চালিয়ে যে কয়টি টাকা উপার্জন হয় তা দিয়েই চাল, ডাল, শাকসবজি কিনে নিলেই উনুনে আগুন জ্বলে এরপর হয় খাওয়া দাওয়া।

৯ আগষ্ট শুক্রবার আনুমানিক ৫ টার পর ছিটকেচোরেরা বন্দর ঘাট থেকে তার অটোরিক্সায় উঠে বেপারী পাড়া মসজিদের সামনে এসে তাকে বসিয়ে রেখে রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

এখন দু’চোখে অন্ধকার দেখছি বলে প্রতিবন্ধী রাব্বি কেঁদে কেঁদে বেপারী পাড়া জামে মসজিদে নামাজ পড়তে আসা এলাকার মুসল্লিদের কাছে বিচার দিচ্ছে, আর বলছে আমার সহায় সম্বল টুকু নিয়ে আমাকে আরো পঙ্গু করে দিয়ে গেল। আমি একজন প্রতিবন্ধী সংসারে ৩ ভাই, কোন বোন নেই। বাবা টাও পঙ্গু, দু’ভাই আমার ছোট, সংসারের আমি ছাড়া উপার্জন করার মতো আর কেউ নেই, এখন আমি কি করবো আপনারাই বলে দিন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অটোরিক্সা চোরেরা প্রতিবন্ধী গোলাম রাব্বির প্রতিও দয়া হলোনা! নিয়ে গেলো অটোরিক্সা

আপডেট সময় ০৪:৩৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪

প্রতিবন্ধী গোলাম রাব্বি, পিতা আলমগীর (পঙ্গু), তাদের গ্রামের বাড়ি কোথায় বলতে পারে না। তবে বহুদিন যাবত পঙ্গু বাবা ও ছোট দুই ভাইকে নিয়ে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় থাকে। সংসার চালানোর একমাত্র উপার্জন কারী এই প্রতিবন্ধী গোলাম রাব্বি। সারাদিন অটোরিক্সা চালিয়ে যে কয়টি টাকা উপার্জন হয় তা দিয়েই চাল, ডাল, শাকসবজি কিনে নিলেই উনুনে আগুন জ্বলে এরপর হয় খাওয়া দাওয়া।

৯ আগষ্ট শুক্রবার আনুমানিক ৫ টার পর ছিটকেচোরেরা বন্দর ঘাট থেকে তার অটোরিক্সায় উঠে বেপারী পাড়া মসজিদের সামনে এসে তাকে বসিয়ে রেখে রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

এখন দু’চোখে অন্ধকার দেখছি বলে প্রতিবন্ধী রাব্বি কেঁদে কেঁদে বেপারী পাড়া জামে মসজিদে নামাজ পড়তে আসা এলাকার মুসল্লিদের কাছে বিচার দিচ্ছে, আর বলছে আমার সহায় সম্বল টুকু নিয়ে আমাকে আরো পঙ্গু করে দিয়ে গেল। আমি একজন প্রতিবন্ধী সংসারে ৩ ভাই, কোন বোন নেই। বাবা টাও পঙ্গু, দু’ভাই আমার ছোট, সংসারের আমি ছাড়া উপার্জন করার মতো আর কেউ নেই, এখন আমি কি করবো আপনারাই বলে দিন।