ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পপতি জসিমকে হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে দুই আসামি।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেন।

আসামিরা হলেন – রুমা আক্তার ও তার বান্ধবী রুকু।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম কালবেলা কে বলেন, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আসামি রুমা আক্তার ও তার বান্ধবী রুকু দুজনে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন। আসামি রুকু লাশ গুম করতে বান্ধবীকে সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, আদালতে আসামিদের ১০ দিনের রিমাণ্ড চাওয়া হয়েছিল। তবে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার ফলে আদালত রিমাণ্ড মঞ্জুর করেনি।

এর আগে, গত গত ১০ নভেম্বর বিকেল থেকে শিল্পপতি জসিম উদ্দিন মাসুম নিখোঁজ হয়। পরে বুধবার (১৩ নভেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় তার লাশের সাত টুকরো উদ্ধার করে পুলিশ। লাশের টুকরো উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে অনুসন্ধান চালিয়ে পুলিশ মূল আসামি রুমা আক্তার কে গ্রেফতার করে। পরে লাশের বাকি অংশ উদ্ধার করে। সেই সঙ্গে চাপাতি সহ নানা জিনিসপত্র উদ্ধার করে। সে সময় আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে বলে জানায়। তাদের মধ্যে আসামি রুমা আক্তারের বান্ধবী রুকুকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে, আসামিরা শিল্পপতিকে জবাই করে হত্যার লোমহর্ষক বর্ণনা দেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

শিল্পপতি জসিমকে হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি

আপডেট সময় ০৯:৫০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে দুই আসামি।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেন।

আসামিরা হলেন – রুমা আক্তার ও তার বান্ধবী রুকু।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম কালবেলা কে বলেন, এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আসামি রুমা আক্তার ও তার বান্ধবী রুকু দুজনে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন। আসামি রুকু লাশ গুম করতে বান্ধবীকে সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, আদালতে আসামিদের ১০ দিনের রিমাণ্ড চাওয়া হয়েছিল। তবে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার ফলে আদালত রিমাণ্ড মঞ্জুর করেনি।

এর আগে, গত গত ১০ নভেম্বর বিকেল থেকে শিল্পপতি জসিম উদ্দিন মাসুম নিখোঁজ হয়। পরে বুধবার (১৩ নভেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় তার লাশের সাত টুকরো উদ্ধার করে পুলিশ। লাশের টুকরো উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে অনুসন্ধান চালিয়ে পুলিশ মূল আসামি রুমা আক্তার কে গ্রেফতার করে। পরে লাশের বাকি অংশ উদ্ধার করে। সেই সঙ্গে চাপাতি সহ নানা জিনিসপত্র উদ্ধার করে। সে সময় আরও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে বলে জানায়। তাদের মধ্যে আসামি রুমা আক্তারের বান্ধবী রুকুকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে, আসামিরা শিল্পপতিকে জবাই করে হত্যার লোমহর্ষক বর্ণনা দেন।