ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানের পর না.গঞ্জে আ.লীগের প্রথম মিছিল

নারায়ণগঞ্জে ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানের পর প্রথম রাজপথে মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

রোববার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের মিছিলের ভিডিওটি ছড়িয়ে পড়ে।

এর আগে গত শনিবার আড়াইহাজারের খাককান্দা ইউনিয়নে কৃষকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ২০ থেকে ২৫ জনের একটি দল গ্রামের রাস্তা ধরে দুই তিন মিনিটের জন্য এই ঝটিকা মিছিল বের করে।

জানা যায়, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা এই মিছিলটি বের করে। তবে হাবিবুর রহমান মিছিলে উপস্থিত ছিলেন না।

এসময় আওয়ামী লীগ, কৃষকলীগ ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।

এদিকে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ছাত্র জনতার মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ ও শ্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেলে কৃষকলীগের কিছু সমর্থক মিছিল করেছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের পর না.গঞ্জে আ.লীগের প্রথম মিছিল

আপডেট সময় ১০:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানের পর প্রথম রাজপথে মিছিল করতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

রোববার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের মিছিলের ভিডিওটি ছড়িয়ে পড়ে।

এর আগে গত শনিবার আড়াইহাজারের খাককান্দা ইউনিয়নে কৃষকলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ২০ থেকে ২৫ জনের একটি দল গ্রামের রাস্তা ধরে দুই তিন মিনিটের জন্য এই ঝটিকা মিছিল বের করে।

জানা যায়, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা এই মিছিলটি বের করে। তবে হাবিবুর রহমান মিছিলে উপস্থিত ছিলেন না।

এসময় আওয়ামী লীগ, কৃষকলীগ ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।

এদিকে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ছাত্র জনতার মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ ও শ্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেলে কৃষকলীগের কিছু সমর্থক মিছিল করেছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।