ঢাকা , সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী Logo পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ Logo এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি Logo লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা Logo নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩ Logo সোনারগাঁয়ে ডিবি’র হাতে ‘টাইগার মোমেন’ গ্রেপ্তার Logo রূপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমানের গণসংযোগ Logo মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : পররাষ্ট্রমন্ত্রী Logo গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের Logo জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

তিনশ উইকেটের মাইলফলকের দিনে বিবর্ণ মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে একটি মাইলফলক ছুঁয়েছেন মোস্তাফিজুর রহমান। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০তম উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশি পেসার। এমন মাইলফলকের দিনে অবশ্য বল হাতে আলো ছড়াতে পারেনি মোস্তাফিজ।

মোস্তাফিজের বিবর্ণ দিনে চেন্নাইয়ের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে তারা। মোস্তাফিজ ৪ ওভারে ১ উইকেট পেলেও রান খরচ করেছেন ৪৭।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের ক্লাবে নাম লেখান মোস্তাফিজ।২৪২ ম্যাচে ২৪০ ইনিংসে ২৬তম বোলার হিসেবে কাটার মাস্টার পূর্ণ করেছেন টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট। ফিজের আগে এই মাইলফলকে পৌঁছেছেন সাকিব আল হাসান। ৪২১ ইনিংসে সাকিবের উইকেট ৪৮২টি। ৫৩৯ ইনিংসে ৬২৫ উইকেট নিয়ে শীর্ষে ডোয়াইন ব্রাভো।

ম্যাচের শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া পৃথ্বী শ। দুজন মিলে উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৯৩ রান। এই জুটি ভাঙেন মোস্তাফিজ। তাতে অবশ্য কৃতিত্ব বেশি দিতে হয় মাথিশা পাথিরানাকে।

১০ম ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে উইকেট তুলে নেন মোস্তাফিজ। মোস্তাফিজের বলে ওয়ার্নার স্কুপ করলে শর্ট ফাইন লেগে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন পাথিরানা। তাতে প্রথম উইকেটের স্বাদ পায় চেন্নাই। পাঁচটি চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৫২ রান করে বিদায় নেন ওয়ার্নার। এই ওভারে মোস্তাফিজ খরচ করেন কেবল ৪ রান।

ওয়ার্নারের বিদায়ের পর দিল্লিকে পথ দেখান পৃথ্বী ও পন্ত। দুজন মিলে ব্যাট হাতে ঝড় তোলেন। এর মধ্যে পৃথ্বী ৪৭ রান করে বিদায় নিলেও পন্ত একেবারে ফিফটি করেই উঠেন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পন্ত মাত্র ৩২ বলে ৪টি চার ৩ ছক্কার মারে খেলেন ৫১ রানের ইনিংস। এছাড়াও মিচেল মার্শ ১২ বলে করেন ১৮ রান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

তিনশ উইকেটের মাইলফলকের দিনে বিবর্ণ মোস্তাফিজ

আপডেট সময় ০৮:৪৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নেমে একটি মাইলফলক ছুঁয়েছেন মোস্তাফিজুর রহমান। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০তম উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশি পেসার। এমন মাইলফলকের দিনে অবশ্য বল হাতে আলো ছড়াতে পারেনি মোস্তাফিজ।

মোস্তাফিজের বিবর্ণ দিনে চেন্নাইয়ের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে দিল্লি ক্যাপিটালস। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে তারা। মোস্তাফিজ ৪ ওভারে ১ উইকেট পেলেও রান খরচ করেছেন ৪৭।

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের ক্লাবে নাম লেখান মোস্তাফিজ।২৪২ ম্যাচে ২৪০ ইনিংসে ২৬তম বোলার হিসেবে কাটার মাস্টার পূর্ণ করেছেন টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট। ফিজের আগে এই মাইলফলকে পৌঁছেছেন সাকিব আল হাসান। ৪২১ ইনিংসে সাকিবের উইকেট ৪৮২টি। ৫৩৯ ইনিংসে ৬২৫ উইকেট নিয়ে শীর্ষে ডোয়াইন ব্রাভো।

ম্যাচের শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন দিল্লির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া পৃথ্বী শ। দুজন মিলে উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৯৩ রান। এই জুটি ভাঙেন মোস্তাফিজ। তাতে অবশ্য কৃতিত্ব বেশি দিতে হয় মাথিশা পাথিরানাকে।

১০ম ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে উইকেট তুলে নেন মোস্তাফিজ। মোস্তাফিজের বলে ওয়ার্নার স্কুপ করলে শর্ট ফাইন লেগে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন পাথিরানা। তাতে প্রথম উইকেটের স্বাদ পায় চেন্নাই। পাঁচটি চার ও তিন ছক্কায় ৩৫ বলে ৫২ রান করে বিদায় নেন ওয়ার্নার। এই ওভারে মোস্তাফিজ খরচ করেন কেবল ৪ রান।

ওয়ার্নারের বিদায়ের পর দিল্লিকে পথ দেখান পৃথ্বী ও পন্ত। দুজন মিলে ব্যাট হাতে ঝড় তোলেন। এর মধ্যে পৃথ্বী ৪৭ রান করে বিদায় নিলেও পন্ত একেবারে ফিফটি করেই উঠেন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পন্ত মাত্র ৩২ বলে ৪টি চার ৩ ছক্কার মারে খেলেন ৫১ রানের ইনিংস। এছাড়াও মিচেল মার্শ ১২ বলে করেন ১৮ রান।