ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের সঙ্গে আইনজীবীদের হাতাহাতি, আহত ৩

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে মামলার নথি দেখা নিয়ে পুলিশের সঙ্গে আইনজীবীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে আদালতের শাহপরান (রহ.) জিআরও থানা কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ও আইনজীবীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত বিষয়টি নিয়ে বৈঠক চলছিল বলে জানা গেছে। দায়িত্ব পালনকালে অতর্কিত হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ ঘটনার পর নারী আইনজীবী কাজী সেবা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত দুই পুলিশ সদস্যও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতপাড়ার শাহপরান (র.) থানা জিআরওর (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) দায়িত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) শামীমা বেগম ও কনস্টেবল বিউটি পুরকায়স্থ। আইনজীবী কাজী সেবা বেগম একটি মামলার নথি দেখতে চাইলে তাকে দেখতে দেওয়া হয়নি। এ কারণে তিনি অতর্কিতভাবে কনস্টেবল বিউটি পুরকায়স্থকে চড়-থাপ্পড় মারেন। পরে তিনি সেখান থেকে বেরিয়ে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে পৌঁছালে পেছন থেকে বিউটিসহ দুই নারী পুলিশ সদস্য তাকে জাপটে ধরেন। দুই পক্ষের ধস্তাধস্তিতে অনেকটা বিবস্ত্র হয়ে যান আইনজীবী কাজি সেবা।

খবর পেয়ে আইনজীবীরা শাহপরান (র.) থানা জিআরওর সামনে এসে জড়ো হতে থাকেন। এসময় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত আইনজীবীরা আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করে উপ-কমিশনার (প্রসিকিউশন) কার্যালয়ের বারান্দায় যান। সেখানে আগে থেকে অবস্থান করা পুলিশ সদস্যদের সঙ্গে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। তখন পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসএমপি উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আদালতের একটি বিশ্বস্ত সূত্র জানায়, আদালত শুরুর আগেই মামলার নথি দেখতে চান আইনজীবী কাজী সেবা। কিন্তু এসময় আদালতে খুবই ব্যস্ততা থাকে। যে কারণে পুলিশ সদস্য নথি পরে দেখার কথা বলেন আইনজীবীকে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন।

এ বিষয়ে উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, নারী আইনজীবী কাজী সেবা শাহপরান থানা জিআরও কার্যালয়ে গিয়ে এক নারী কনস্টেবলের ওপর অতর্কিত হামলা চালান। এ ঘটনার জেরে আইনজীবীরা মিছিল সহকারে এসে হামলা করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, তা তদন্তনাধীন জানান পুলিশের এ কর্মকর্তা।

আজবাহার আলী বলেন, আহত উপপরিদর্শক ও কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আদালত ও আইনজীবী সমিতিকে জানিয়েছি। আলোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আমরা বৈঠকে রয়েছি। বৈঠকে সিদ্ধান্তের বিষয়টি পরে জানানো হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সিলেটে পুলিশের সঙ্গে আইনজীবীদের হাতাহাতি, আহত ৩

আপডেট সময় ০৩:৪৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪

সিলেট জেলা ও দায়রা জজ আদালতে মামলার নথি দেখা নিয়ে পুলিশের সঙ্গে আইনজীবীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে আদালতের শাহপরান (রহ.) জিআরও থানা কক্ষের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ও আইনজীবীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত বিষয়টি নিয়ে বৈঠক চলছিল বলে জানা গেছে। দায়িত্ব পালনকালে অতর্কিত হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এ ঘটনার পর নারী আইনজীবী কাজী সেবা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত দুই পুলিশ সদস্যও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতপাড়ার শাহপরান (র.) থানা জিআরওর (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) দায়িত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) শামীমা বেগম ও কনস্টেবল বিউটি পুরকায়স্থ। আইনজীবী কাজী সেবা বেগম একটি মামলার নথি দেখতে চাইলে তাকে দেখতে দেওয়া হয়নি। এ কারণে তিনি অতর্কিতভাবে কনস্টেবল বিউটি পুরকায়স্থকে চড়-থাপ্পড় মারেন। পরে তিনি সেখান থেকে বেরিয়ে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে পৌঁছালে পেছন থেকে বিউটিসহ দুই নারী পুলিশ সদস্য তাকে জাপটে ধরেন। দুই পক্ষের ধস্তাধস্তিতে অনেকটা বিবস্ত্র হয়ে যান আইনজীবী কাজি সেবা।

খবর পেয়ে আইনজীবীরা শাহপরান (র.) থানা জিআরওর সামনে এসে জড়ো হতে থাকেন। এসময় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত আইনজীবীরা আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করে উপ-কমিশনার (প্রসিকিউশন) কার্যালয়ের বারান্দায় যান। সেখানে আগে থেকে অবস্থান করা পুলিশ সদস্যদের সঙ্গে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। তখন পরিস্থিতি আরও অশান্ত হয়ে ওঠে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসএমপি উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে আদালতপাড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আদালতের একটি বিশ্বস্ত সূত্র জানায়, আদালত শুরুর আগেই মামলার নথি দেখতে চান আইনজীবী কাজী সেবা। কিন্তু এসময় আদালতে খুবই ব্যস্ততা থাকে। যে কারণে পুলিশ সদস্য নথি পরে দেখার কথা বলেন আইনজীবীকে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করেন।

এ বিষয়ে উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, নারী আইনজীবী কাজী সেবা শাহপরান থানা জিআরও কার্যালয়ে গিয়ে এক নারী কনস্টেবলের ওপর অতর্কিত হামলা চালান। এ ঘটনার জেরে আইনজীবীরা মিছিল সহকারে এসে হামলা করেন। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, তা তদন্তনাধীন জানান পুলিশের এ কর্মকর্তা।

আজবাহার আলী বলেন, আহত উপপরিদর্শক ও কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আদালত ও আইনজীবী সমিতিকে জানিয়েছি। আলোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আমরা বৈঠকে রয়েছি। বৈঠকে সিদ্ধান্তের বিষয়টি পরে জানানো হবে।