মোঃ আবুল বাশার সাইফুল বিশেষ প্রতিনিধি : প্রতারক শামসুল আলম দীর্ঘদিন ধরে স্ত্রী ফেন্সী বেগম সহ বন্দর কলাবাগ ভাড়া বাসায় থাকতেন প্রতারক শামসুল আলম ও তার স্ত্রী ফেন্সী বেগমের স্ক্রিনে ছবি দেওয়া আছে এমত অবস্থায় নারায়ণগঞ্জ বন্দর কলাবাগ অটো রিক্সা গেরেজের মালিক মোহাম্মদ আবদুল আউয়াল এর সাথে প্রতারক শামসুল আলমের একটা সম্পর্ক হয় এরপর থেকে প্রতারক ও প্রতারকের স্ত্রী একের পর এক প্রতারণা করেই যাচ্ছে এমন প্রতারণার শেষ কোথায় জানতে চান ভুক্তভোগী অটোরিকশা গ্যারেজের মালিক মোহাম্মদ আবদুল আউয়ান পিতা মৃত সেকেন্দার আলী মাতা মৃত ফিরোজা বেগম গ্রাম গঙ্গাছড়া পোস্ট অফিস গংগাছড়া থানা গঙ্গাছড়া জেলা রংপুর প্রতারক শামসুল আলম ও তার স্ত্রী ফেন্সী বেগম উভয়ের গ্রামের বাড়ী রংপুর গ্রেরেজের মালিক আব্দুল আউয়াল তার একটি রিক্সা ভাড়া দেন প্রতারক শামসুল আলমের কাছে এরপর কিছুদিন ভালোই চলছিল পরবর্তীতে প্রতারক শামসুল আলম ও তার স্ত্রীর ফেন্সী বেগম রিক্সার মালিক আব্দুল আউয়াল কে বলেন আমরা অনেক টাকা ঋণে পড়েছি আমাদেরকে একটা কিস্তির ব্যবস্থা করে দেন সহজ সরল ভাবে আব্দুল আউয়াল কিস্তির ব্যবস্থা করে দেন দুই একটা কিস্তি দেওয়ার পর গেরেজের মালিক আব্দুল আউয়াল কে বলেন আমাদেরকে আরো কিছু টাকা কারো থেকে ধার করে নিয়ে দেন কিস্তির টাকা ও হাওলাতী টাকা মোট গ্যারেজের মালিক আব্দুল আউয়াল পাওনা হয়েছেন এক লক্ষ বিশ হাজার টাকা পাওনা টাকা চাওয়ার পর টাকা না দিয়ে উল্টো রিক্সার ব্যাটারী বিক্রি করে ও বাসা ভাড়া না দিয়ে প্রতারক শামসুল আলম ও তার স্ত্রী ফেন্সী বেগম বন্দর ছেড়ে লাফাত্তা সর্বমোট গ্যারেজের মালিক আব্দুল আউয়াল পাওনা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এমত অবস্থায় গ্যারেজের মালিক আব্দুল আউয়াল জানান প্রতারক শামসুল আলম ও তার স্ত্রী ফেন্সী বেগমের প্রতারণায় পড়ে এখন তার কিস্তি আমাকে চালাতে হচ্ছে তার ঋণের বোঝা আমি মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে দয়া করে এই প্রতারকদেরকে ধরিয়ে দিন আমি তাদের উপকার করেছি তাই আমার সাথে প্রতারণা করিয়েছে যেন আর এমন ধরনের প্রতারণায় কেউ না পড়ে স্কিনে দুই প্রতারকের ছবি দেওয়া আছে ওদেরকে ধরিয়ে দিন আরো কিছু বিস্তারিত তথ্য পরে আসছে