ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জোসেফের নেতৃত্বে ৰর্ষবরণের বর্ণিল শােভাযাত্রা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্দ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন আয়ােজিত শােভাযাত্রা সফল করতে, নারায়ণগঞ্জ মহানগর উপলক্ষে ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মহানগর যুবদলের অন্যতম নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফর নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিশাল শােডাউন করে যােগদান করে। সােমবার ( ১৪ এপ্রিল ) শহরের মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এবং আহবায়ক এড, সাখাওয়াত হোসেন খান এর ভাপতিত্বে আয়ােজিত শােভাযাত্রা সফল করতে মহানগর যুবদলের নেতাকর্মীরা মেট্রোহলের সামনে সমবেত হয়। পরে মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে বিএনপির কর্মসূচীতে যোগ দেয়। এ সময় উচ্ছসিত নেতাকর্মীদের স্লোগানে স্লাগানে চারিপাশ মুখরিত হয়ে উঠে এ সময় জোসেফ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের মাধ্যমে, আজ প্রায় ১৭ বছর পর আমাদের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক অনষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে। বাংলা নববর্ষ আমাদের একটি সার্ব্জনীন লােকউৎসব হিসাবে পরিচিত। এই ফ্যাসিস্ট সরকার বিগত দিনগুলােত তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের বাঙ্গালী সংস্কৃতিকে িন্ন ধারায় প্রভাবিত করেছে। তিনি আরাে বলেন, আমি বিভিন্ন আদিবাসী, উপজাতি ও নূ- গােষ্ঠীর সকলকে নিয়ে অতীতের মত বাঙ্গালী জাতির সবচেয়ে বড় সার্বজনীন লোকউৎ্সব বাংলা নববর্ষ উদযাপন করতে বর্তমান সরকার সহ সকল দলকে সম্মিলিত ভাবে কাজ করার লক্ষ্যে আহবান জানাচ্ছি। পরিশেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং সাবেক প্রধানমন্রী বেগম খালেদা জিয়ার
পক্ষ থেকে সাবাইক বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, আমির হেসেন, আলী নওশাদ তুষার, শফিকুল আলম মুক্ত, আতিকুর রহমান সবুজ, হাজী
সাঈদ, শাহীন ঢালী, বাঞ্পি শিকদার, সোেলায়মান, মাসুম, আল আমিন, নুর আলম খন্দকার, আলফু প্রধান, আল মামুন, সাঈদ মুন্সি, ওসমান, মুসা, মিজান, কাজী সোহাগ,
মান্নান, সফর আলী ভূইয়া, ইসলাম, রহিম, হারুন, পায়েল, একরাম সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দেরা

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

জোসেফের নেতৃত্বে ৰর্ষবরণের বর্ণিল শােভাযাত্রা

আপডেট সময় ১০:২৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্দ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন আয়ােজিত শােভাযাত্রা সফল করতে, নারায়ণগঞ্জ মহানগর উপলক্ষে ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মহানগর যুবদলের অন্যতম নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফর নেতৃত্বে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিশাল শােডাউন করে যােগদান করে। সােমবার ( ১৪ এপ্রিল ) শহরের মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এবং আহবায়ক এড, সাখাওয়াত হোসেন খান এর ভাপতিত্বে আয়ােজিত শােভাযাত্রা সফল করতে মহানগর যুবদলের নেতাকর্মীরা মেট্রোহলের সামনে সমবেত হয়। পরে মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে বিএনপির কর্মসূচীতে যোগ দেয়। এ সময় উচ্ছসিত নেতাকর্মীদের স্লোগানে স্লাগানে চারিপাশ মুখরিত হয়ে উঠে এ সময় জোসেফ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের মাধ্যমে, আজ প্রায় ১৭ বছর পর আমাদের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক অনষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে। বাংলা নববর্ষ আমাদের একটি সার্ব্জনীন লােকউৎসব হিসাবে পরিচিত। এই ফ্যাসিস্ট সরকার বিগত দিনগুলােত তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের বাঙ্গালী সংস্কৃতিকে িন্ন ধারায় প্রভাবিত করেছে। তিনি আরাে বলেন, আমি বিভিন্ন আদিবাসী, উপজাতি ও নূ- গােষ্ঠীর সকলকে নিয়ে অতীতের মত বাঙ্গালী জাতির সবচেয়ে বড় সার্বজনীন লোকউৎ্সব বাংলা নববর্ষ উদযাপন করতে বর্তমান সরকার সহ সকল দলকে সম্মিলিত ভাবে কাজ করার লক্ষ্যে আহবান জানাচ্ছি। পরিশেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং সাবেক প্রধানমন্রী বেগম খালেদা জিয়ার
পক্ষ থেকে সাবাইক বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, আমির হেসেন, আলী নওশাদ তুষার, শফিকুল আলম মুক্ত, আতিকুর রহমান সবুজ, হাজী
সাঈদ, শাহীন ঢালী, বাঞ্পি শিকদার, সোেলায়মান, মাসুম, আল আমিন, নুর আলম খন্দকার, আলফু প্রধান, আল মামুন, সাঈদ মুন্সি, ওসমান, মুসা, মিজান, কাজী সোহাগ,
মান্নান, সফর আলী ভূইয়া, ইসলাম, রহিম, হারুন, পায়েল, একরাম সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দেরা