হনুমান জয়ন্তী যাত্রার দিন নামাজের সময় সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য মসজিদ ব্যবস্থাপনাকে নোটিশ জারি করে বিতর্কের মুখে পড়েছে প্রশাসন। তবে নতুন মোড় নিয়েছে এই বিতর্ক। পুলিশের দাবি, নোটিশের বিষয়বস্তু ‘ভুলভাবে’ লেখা হয়েছে।
এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সিয়াসাত ডেইলি জানিয়েছে, হায়দ্রাবাদ ইনস্টিটিউট অব এক্সিলেন্স গান্ধীনগর পুলিশ সেকেন্দ্রাবাদের ম্যারিয়ট হোটেল লেনের একটি মসজিদের ব্যবস্থাপনাকে একটি নোটিশ জারি করেছে।
গান্ধীনগর থানার এসএইচও স্বাক্ষরিত নোটিশে আগামী শনিবার (১২ এপ্রিল) মসজিদের সামনে থেকে হনুমান জয়ন্তী যাত্রাকালীন সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য ব্যবস্থাপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশনা মেনে না চললে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
নোটিশের কপিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করার পর শীঘ্রই এটি ভাইরাল হয়ে যায় এবং কয়েকজন ব্যক্তি গান্ধীনগর থানার এসএইচও ডি রাজুর সঙ্গে যোগাযোগ করেন। রাজু নোটিশের বিষয়টি স্বীকার করলেও তিনি স্পষ্ট করে বলেন, কোনও সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য পুলিশের ছিল না।
এসএইচও স্পষ্ট করে বলেন, ‘এটি কমিটির কাছে পুলিশের সঙ্গে সহযোগিতার অনুরোধ ছিল। বিষয়বস্তুটি ভুল ও খারাপভাবে লেখা হয়েছিল। ‘