ঢাকা , শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাইলস্টোনে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত Logo সিদ্ধিরগঞ্জে ঘুষ বাণিজ্যের অভিযোগে ডিজিটাল জরিপের দুই কর্মকর্তা ৫ ঘন্টা অবরুদ্ধ, থানায় হস্তান্তর Logo ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজির সময় কাজল আটক Logo মাইলস্টোনে নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য সোনারগাঁ থানা বিএনপির দোয়া Logo বন্দরে শিশু ছাত্রী ধর্ষনের চেষ্টার ঘটনায় আটক নাইটগার্ডকে পুলিশে সোর্পদ Logo নেতৃত্ব চাঁদাবাজ নয়, জনসেবক চাই Logo বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ পাকিস্তানী অভিনেত্রীর Logo আইন ভাঙলে বাতিল হবে ভিসা, কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের Logo মাইলস্টোনে প্রবেশে কড়াকড়ি Logo রূপগঞ্জে মসজিদে পিস্তল নিয়ে হামলা, শিক্ষার্থী আহত : পিস্তল উদ্ধার

আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ৩৬ বিদেশি বিনিয়োগকারী

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) ঘুরে দেখেছেন একদল বিদেশি বিনিয়োগকারী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ব্যবস্থাপনায় ৩৬ জন বিনিয়োগকারী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান। শুরুতেই তাদের সামনে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ।

এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজখবর নেন। খতিয়ে দেখেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ এ সময় তাদের গাইড করেন।

পরিদর্শনের সময় সুইডিশ কোম্পানি নিলর্ন বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা তৈরি লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সাক্ষর করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্য নিয়ে সোমবার চারদিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে ঢাকায়। সম্মেলনের মূল ভেন্যু ঢাকার হোটেল ইন্টারকন্টিনেটালে ছিল সারাদেশের প্রায় দেড় হাজার নতুন উদ্যোগের (স্টার্টআপ) অংশগ্রহণে ‘স্টার্টআপ কানেক্ট’ নামের আয়োজন।

চার দিনের এ সম্মেলনের অংশ নেওয়ার জন্য ৪০ দেশের দেড় হাজার বিনিয়োগকারীর নিবন্ধনের তথ্য দিয়েছে বিডা। প্রথমদিন ২৫টি দেশের প্রায় ৭০ জন বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট মিলিত হয় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের দল গতকাল সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এবং ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন।

ঢাকার বাইরের প্রকল্প বিনিয়োগকারীদের দেখানোর উদ্দেশ্য ব্যাখ্যা করে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পরিদর্শন শেষে একটা আস্থা তারা পাবেন। আমি আগেও বলেছি, বিনিয়োগ সিদ্ধান্ত একদিনে হয় না। উনারা বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, তাই বাংলাদেশে এসেছেন।

তিনি আরও বলেন, এই সফর করে কালকেই গিয়ে বিনিয়োগের চুক্তি সই করবেন, আমি এটাও মনে করি না। উনারা একটা ইতিবাচক ধারণা নিয়ে ফেরত যাবেন, হেড অফিসে গিয়ে বলবেন ‘আমি জায়গাটা দেখে এসেছি, জায়গাটা কাজ করছে’।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মাইলস্টোনে নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত

আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে ৩৬ বিদেশি বিনিয়োগকারী

আপডেট সময় ১০:২৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) ঘুরে দেখেছেন একদল বিদেশি বিনিয়োগকারী।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ব্যবস্থাপনায় ৩৬ জন বিনিয়োগকারী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান। শুরুতেই তাদের সামনে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ।

এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজখবর নেন। খতিয়ে দেখেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ এ সময় তাদের গাইড করেন।

পরিদর্শনের সময় সুইডিশ কোম্পানি নিলর্ন বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা তৈরি লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সাক্ষর করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্য নিয়ে সোমবার চারদিনের বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে ঢাকায়। সম্মেলনের মূল ভেন্যু ঢাকার হোটেল ইন্টারকন্টিনেটালে ছিল সারাদেশের প্রায় দেড় হাজার নতুন উদ্যোগের (স্টার্টআপ) অংশগ্রহণে ‘স্টার্টআপ কানেক্ট’ নামের আয়োজন।

চার দিনের এ সম্মেলনের অংশ নেওয়ার জন্য ৪০ দেশের দেড় হাজার বিনিয়োগকারীর নিবন্ধনের তথ্য দিয়েছে বিডা। প্রথমদিন ২৫টি দেশের প্রায় ৭০ জন বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট মিলিত হয় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের দল গতকাল সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এবং ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন।

ঢাকার বাইরের প্রকল্প বিনিয়োগকারীদের দেখানোর উদ্দেশ্য ব্যাখ্যা করে বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, পরিদর্শন শেষে একটা আস্থা তারা পাবেন। আমি আগেও বলেছি, বিনিয়োগ সিদ্ধান্ত একদিনে হয় না। উনারা বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, তাই বাংলাদেশে এসেছেন।

তিনি আরও বলেন, এই সফর করে কালকেই গিয়ে বিনিয়োগের চুক্তি সই করবেন, আমি এটাও মনে করি না। উনারা একটা ইতিবাচক ধারণা নিয়ে ফেরত যাবেন, হেড অফিসে গিয়ে বলবেন ‘আমি জায়গাটা দেখে এসেছি, জায়গাটা কাজ করছে’।