স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মুন্সীগঞ্জ ঢাকার সবচেয়ে নিকটে, কিন্তু জেলাটি অনেক অবহেলিত ছিল। এখানে কীভাবে আমরা অল্প সময়ের মধ্যে কিছু কাজ করতে পারি, সেই ব্যাপারে কয়েকজন উপদেষ্টা ও সচিবসহ আমরা সবাই সমবেত হয়েছি।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভা ও মুন্সীগঞ্জে প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানসমূহ সম্পর্কিত ভ্রমণ বই প্রত্নকথা এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাড়াতাড়ি এখানে (মুন্সীগঞ্জ) একটি মেডিকেল কলেজ করা যায় কি না, হয়তো এক মাস কিংবা দুই মাসের মধ্যে কীভাবে কাজ শুরু করা যায়। এজন্য আমরা চেষ্টা করছি। মেডিকেল কলেজের জন্য ইতোমধ্যে জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তবে এ জেলায় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের এখনো কোনো আলোচনা হয়নি। আগে মেডিকেল কলেজের কাজ শেষ করি, তারপর হয়তো আমরা বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করব।
ইদ্রাকপুর দুর্গ সংস্কারের ব্যাপারে তিনি বলেন, আপনারা জানেন বিক্রমপুরে ঐতিহ্য কিন্তু অনেক বেশি। এর মধ্যে ইদ্রাকপুর কেল্লা একটি। কীভাবে এই দুর্গের ইম্প্রুভ করা যায়, সে ব্যাপারে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসছেন। তিনি আমাদের এ বিষয়ে একটি ভালো আইডিয়া দিয়েছেন। উনি তার তহবিল থেকে টাকাও দেবেন। আমরা তা দিয়ে কেল্লার সংস্কার করব।
মুন্সীগঞ্জের সড়ক ও সেতু দিয়ে যোগাযোগের উন্নয়নের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে রাস্তাঘাটের অবস্থা খারাপ, রাস্তাঘাটগুলোকে কীভাবে উন্নত করা যায় এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত ৪ লেন সড়ক করার জন্য আলোচনা হয়েছে। এটা হয়তো খুব তাড়াতাড়ি করা সম্ভব হবে। আর দুইটি সেতুর মধ্যে (সিরাজদিখানের মালখানগর বেতকা থেকে ঢাকা যাওয়ার জন্য মোল্লার হাট এলাকায়) একটি সেতুর দরপত্র হয়ে গেছে। এসব ব্যাপারে উপদেষ্টারা সবাই কিন্তু সহযোগিতা করার জন্যই এখানে আছেন।